মানুষের মনোরঞ্জনের মাধ্যম সিরিয়াল, সিনেমার পাশাপাশি ইউটিউবও বিনোদনের অনেকখানি জায়গা দখল করে রেখেছে. এখন ইউটিউব চ্যানেল গুলোর রমরমা যথেষ্ট বেড়েছে.বাংলার তেমনই এক ইউটিউবার হলো কিরণ দত্ত. যাকে সবাই এক কথায় ‘বং গাই’ বলে চেনে. বর্তমানে তার চ্যানেলে ১ মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার. এবার তারকাদের পাশাপাশি ইউটিউবার বং গাই অসহায় মানুষদের পাশে দাঁড়ালো.
আগের বছর করোনার সময় ১ লক্ষ্য টাকা অনুদান হিসেবে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে জমা করেন. আমফানের সময়েও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংযস্থার মাধ্যমে সাহায্য করেছেন অনেক মানুষকে. কিন্তু এবার আর টাকা দিয়ে নয় নিজের স্বয়ং মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন কিরণ.
এবার ইয়াস এর তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলো. জলে ভেসে গেছে অনেক ঘরবাড়ি. তাই গত রবিবার কিরণ ও তার টিম-থ্রি-দ্য-ট্রাভেল-ট্রটার্স নামক ফেইসবুক পেজের দ্বারা কাকদ্বীপের প্রায় ৩০০ অসহায় মানুষের কাছে পৌঁছে দিলেন চাল-ডাল-ছাতু- জাতীয় শুকনো খাবার. এছাড়া দিয়েছেন মাস্ক ও স্যানিটাইজার.
কিরণের এই উদ্যোগকে কুর্নিশ জানাই.