আবার হুগলি জেলায় ঘটে গেলো আরো এক চাঞ্চল্যকর ঘটনা।
হুগলি জেলার বৈদ্যবাটিতে ১৭ নং ওয়ার্ডে দেড় বছরের শিশুকে ইঞ্জেকশন দিতে গিয়ে শিশুর শরীরে ছুঁচ ডুকে যাওয়া কে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বৈদ্যবাটি এলাকার বাসিন্দারা।
ইঞ্জেকশন দিতে গিয়েই বিপদ। বৈদ্যবাটি পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের এক মর্মান্তিক ঘটনা। এক স্বাস্থ্য কর্মী দেড় বছরের শিশুকে ইঞ্জেকশন দিতে গিয়ে ছুঁচ ভেঙে তার বাঁ পায়ে ঢুকে যায়। পরে অপারেশন করে বার করা হয় ওই ইঞ্জেকশন ছুঁচ। বৈদ্যবাটি স্বাস্থ্য কেন্দ্র থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়াস হসপিটালে। সেখানে শিশুটির শরীরে অস্ত্রপ্রচার করে তবে ভাঙ্গা ছুঁচটি বার করা হয়। জানা যায় অস্ত্রপ্রচার করার পর ওই শিশুর শরীরে ৭ টি সেলাই হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৈদ্যবাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী স্বাস্থ্য কেন্দ্রের ওপর অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে।
এলাকাবাসীর দাবী নিরাপত্তার ও মনোসংযোগে অভাবে এই ঘটনা। এখন শিশুটি সুস্থ আছে বলেও জানা গেছে। পরবর্তী সময় চেয়ারম্যান এর পক্ষ থেকে শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।