Home শর্ট ফিল্ম ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভালে সিঙ্গাপুরে দর্শক সমালোচক দ্বারা সমাদৃত হল "হৃদ মাঝারে"

ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভালে সিঙ্গাপুরে দর্শক সমালোচক দ্বারা সমাদৃত হল “হৃদ মাঝারে”

কান সিং সোধার প্রযোজনা সংস্থা KSS Production & Entertainment এর নতুন প্লাটফর্ম KSS THE ORIGINALS & MUSIC থেকে এবার মুক্তি পেয়েছে নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি “হৃদ মাঝারে“। এই ছবিটি দেখতে পাবেন KSS The Original এর ইউটিউব চ্যানেল থেকে। ছবিটির পরিচালনা করেছেন রজত সাহা। “হৃদ মাঝারে” ছবিতে এক জটিল সম্পর্কের গল্প বলেছেন পরিচালক রজত সাহা

ছবিতে অভিনয় করেছেন ডিউক বসু, ও লহরী চক্রবর্তী
আয়ুষ ও নিধির অ্যারেঞ্জ ম্যারেজ গল্পের মোড়কে ভালোবাসা ও গ্রহণ যোগ্যতার এক ভিন্ন স্বাদের গল্প এই স্বল্প দৈর্ঘ্যের ছবি। আয়ুষ ও নিধির বিয়ে আজকের দিনে হলেও সেটা অ্যারেঞ্জ ম্যারেজ। তাদের যখন পাকা দেখার সময় প্রায় এগিয়ে এসেছে ঠিক সেই সময় নিধির জীবনের কিছু গোপন তথ্য প্রকাশ পায়। এরপর কি হলো? অন্যান্য বারের মত এবারও কি তার সম্পর্ক ভেঙে যাবে? সেই গল্পই বলবে রজত সাহা পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “হৃদ মাঝারে“।
ইতি মধ্যেই ছবিটি ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভালে সিঙ্গাপুরে দর্শক সমালোচক দ্বারা সমাদৃত হয়েছে।

ছবির কাহিনী নির্মাণ, পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন রজত সাহা। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সায়ন চন্দ। ছবির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীমান সুনীত, ব্যবস্থাপনায় রয়েছেন অনিমেষ চক্রবর্তী, সহ পরিচালনার দায়িত্বে রয়েছেন কুণাল চক্রবর্তী, ছবির প্রচার, অঙ্কন করেছেন গ্রে ম্যাটার, এবং লাইন প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন ইউনিফায়েড মুভিজ

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...