খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রযোজক অরিত্র ও বিমান সেবিকা পূজা। আসোর্টেড মোশন পিকচার্সের ডিরেক্টর অরিত্র দাসের সঙ্গে পূজার প্রথম পরিচয়টা কোনো সিনেমার গল্পের থেকে কম কিছু না। একদিন চেন্নাই থেকে ফ্লাইটে কলকাতা ফিরছিলেন অরিত্র। সঙ্গে কোনো খাবার ছিল না। ভেবেছিলেন, অর্ডার করে নেবেন, কিন্তু প্লেনে উঠে জানতে পারলেন, খাবারের পরিষেবা বিশেষ কারণে বন্ধ রয়েছে। সেইদিন, তাঁকে পরিত্রাণ করলেন পূজা। বাড়ি থেকে নিয়ে আসা খাবার ভাগ করে নিলেন অরিত্রের সঙ্গে। শুরু হলো বন্ধুত্ব, যা আস্তে আস্তে পরিণত হলো গাঢ় প্রেমে।
আগামী ২২ এপ্রিল এই মিষ্টি অনন্য জুটির এনগেজমেন্ট। দুটো মানুষ, যাদের দেখা মাটি থেকে অনেকটা উচ্চতায়, তারা সংসার পাততে চলেছেন মাটির পৃথিবীতে। সকলের শুভ কামনা তাঁদের পাথেয় হোক।
সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রযোজক অরিত্র ও বিমান সেবিকা পূজা
- Advertisment -