হুগলী জেলার ছোট্ট একটি আদি শহর শেওড়াফুলি। সমৃদ্ধ পাইকারি বাজার ও শ্রাবণ মাসে তারকেশ্বর এর জলযাত্রী দের ভিড় এটাই শেওড়াফুলি। তাছাড়াও কোলকাতার বৃহত্তম যৌনপল্লির পর দ্বিতীয় বৃহদাকার যৌনপল্লী হিসেবে নাম আসে শেওড়াফুলির।
৪ নম্বর প্লাটফর্ম থেকে নেমে একটু পথ হাঁটলেই রেল লাইনের ধার ঘেঁষে শুরু হয়ে যায় সেই যৌনপল্লি। কিন্তু বিগত পাঁচ মাস ধরে লাগাতার চলতে থাকা এই দীর্ঘমেয়াদি লকডাউনে বাকি সব জায়গার মতই বন্ধ ছিলো এই যৌনপল্লি। পেট সকলেরই আছে, খিদের জ্বালা বড় জ্বালা। আর সরকারি বা সেচ্ছাসেবী সংস্থা দ্বারা সাহায্যও পৌছেছে সেখানে, কিন্তু তাতে আর কদিন চলে।
শেওড়াফুলি দিল্লীরোড সংলগ্ন মানুষের বক্তব্য অনুযায়ী রাত্রি নামলেই দিল্লীরোডের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকে বেশ কিছু যৌনকর্মী এবং রাস্তার পাশের ঝোপে ঝাড়ে চলছে যৌনকর্ম।
পেটের দায়ে রাত নামলেই দিল্লী রোডের ধার ঘেঁষে ঝোপেঝাড়ে চলছে যৌনকর্ম
- Advertisment -