দুর্গা প্রতিমা বিসর্জনের পর বিসর্জন দেওয়া হবে মমতার দলকেও!
রাজ্যব্যাপী গনতন্ত্র বাচাও কর্মসুচিতে বিজেপির ব্যারাকপুর মহকুমা অফিসের সামনে ফের তৃনমুলের উদ্দেশ্যে বিক্ষোভের বান ছুড়ে দিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গে বলেন, দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনের পর মমতার দলকেও বিসর্জন দেওয়া হবে। তার বাড়ির সামনে বোমাবাজি প্রসঙ্গে ফলেন মূখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশকে কাজে লাগিয়ে এই সব ঘটানো হচ্ছে। তার অভিযোগ ওই দান তার নিরাপত্তারক্ষীদের উপর হামলা করা হয়েছে এমনকি তার বাড়ির আশেপাশের ব্যাপক বোমাবাজিও হয়েছে।
তবে এই লড়াইয়ে যে তিনি একদম ভীত নন তা জানিয়ে দেন এই বিজেপি সংসদ। তবে স্থানীয় তৃনমুল নেতৃত্বের দাবি এই বোমাবাজিতে তার হাতও রয়েছে। এছাড়া এদিন তিনি আরও বলেন, ভমতার পুলিশরাও একদিন তার পাশে থাকবে না। এমনকি তার পরিবারও ভেঙে যাবে। তৃনমুল প্রধান পরামর্শদাতা পি কেকের সম্পর্কে বলেন, ও এখানে তৃনমুল কে বাচাতে নয় টাকা তুলে ব্যবসা করতে এসেছে। অর্জুন জোর দিয়ে বলেন আগামী বিধানসভায় ব্যারাকপুরের মহকুভার সাতটি আসনেই”দুর্গা প্রতিমা বিসর্জনের পর বিসর্জন দেওয়া হবে মমতার দলকেও” অর্জুন সিং বিজেপি জয়লাভ করবে।