বাংলায় লঞ্চ হয়ে গেলো আরো একটি নতুন OTT প্লার্টফর্ম “উল্লাস“। আমরা সবাই জানি বাঙালী বরাবরই সিমেনা প্রেমী। তাই এবার বাঙালীকে আরো উল্লাসিত করতে হাজির “উল্লাস“।
বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। সিনেমা হল খুললেও সিনেমা হল মুখি হচ্ছেন না দর্শক। তাই দর্শকদের একমাত্র মনোরঞ্জনের উপায় হয়ে দাঁড়িয়েছে OTT প্লার্টফর্ম।
তাই পয়লা বৈশাখের শুভক্ষণে বাংলার প্রথম ইনডিপেনডেন্ট অ্যাপ “উল্লাস” নিয়ে হাজির শুভাশিষ দত্ত ও শুভম দত্ত।
“উল্লাস” অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য শিল্পীরা। উপস্থিত ছিলেন ফিল্ম ডিরেক্টর গৌতম ঘোষ, মিউজিক ডিরেক্টর কল্যাণ সেন বরাট, সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, মাহিরী বোস, অভিনেতা সাহেব ভট্টাচার্য্য, অভিনেত্রী জয়া শীল, বাসবদত্তা চ্যাটার্জী, ইন্দ্রজিৎ লাহিড়ী এবং আইএএস অফিসার জ্যোতিস্মান চ্যাটার্জী সহ আরো অনেকে।
“উল্লাস” অ্যাপ এর ব্যাপারে জিজ্ঞাসা করলে উল্লাসের কর্ণধার শুভাশিষ দত্ত ও শুভম দত্ত জানান “উল্লাস বাংলার প্রথম ইনডিপেনডেন্ট প্লার্টফর্ম। যেখানে ওয়েব সিরিজ থেকে শুরু করে শর্টফিল্ম, মিউজিক ভিডিও, শ্রুতি নাটক, গানের ভিডিও এমনকি রান্নার ভিডিও দর্শক দেখতে পাবেন”। এছাড়াও যারা নিজেদের কাজ উল্লাসের মাধ্যেমে দর্শকের কাছে পৌঁছে দিতে চান তাদের কেও আমরা স্বাগত জানাই।
তাই যারা এখনো “উল্লাস” অ্যাপ টি ডাউনলোড করেন নি তাদের বলবো প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন এবং আমাদের সাথে উল্লাসে মেতে উঠুন।
যতটা আনন্দের সাথে “উল্লাস” তৈরি হয়েছে ততটা আনন্দের সাথেই দর্শক “উল্লাস” কে গ্রহণ করেছে।