Home বিনোদন নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক 'প্রিয় বন্ধু' সিকুয়েল নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’ সিকুয়েল নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

বাইশ বছর পর আসছে ‘প্রিয় বন্ধু’ র সিকুয়েল

নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’ সিকুয়েল আসতে চলেছে খুব শীঘ্রই, দীর্ঘ বাইশ বছর পরে ‘প্রিয় বন্ধু’ র সিকুয়েল ‘প্রিয় বন্ধু আবার’ নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

জয়িতা ও অর্ণবের গভীর বন্ধুত্ব , চিঠি র মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ টুকরো টুকরো ঘটনার কথা জানানো সবটাই কি বাইশ বছর পর একই রকম আছে জানতে হলে ৩০ আগস্ট, রাত ৮ টায় কার্পে ডিয়েম ডিজিটাল মাধ্যমে চোখ রাখতে হবে।

অঞ্জন দত্ত ও নীল দত্ত নতুন গানের সমাহারে বাড়ি থেকে এক সাফল্যের ইতিহাস তৈরি করতে চলেছেন, অঞ্জন দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন লকডাউনের সময় কার্পে ডিয়েম মানে সমর্পিতা, বিপ্রতিম, সোমনাথ ও তাদের দল যখন তাঁর সঙ্গে যোগাযোগ করে যে বাড়ি থেকে একটা অনুষ্ঠান করতে হবে, তখন তার মনে হয়েছিল বাড়ি থেকে কিছু করলে এমন কিছু করতে হবে যেটা বাড়ি থেকে সম্ভব। যেটা তিনিও বাড়ি থেকে করবেন এবং শ্রোতারাও বাড়ি বসে শুনবেন, হতে পারে গানেএ অনুষ্ঠান হতে পারে, এছাড়া আর কি করা যায় ভাবতে ভাবতে তাঁর শ্রুতি নাটকের কথা মনে আসে, শ্রুতি নাটক রেডিও তে কিংবা কোনো অডিও সিডি তে শোনা যায় এবং তা অনলাইনে ওয়ার্ক করতে পারে। সেই বিশ্বাস থেকেই একসময় বহু প্রশংসিত প্রিয় বন্ধুতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। নব্বই এর দশক প্রিয় বন্ধু অনেক সাফল্য পেয়েছে, পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনে জায়গা করে নিয়েছিল, এবার তার সিকুয়েলে সেই অর্ণব কেমন অবস্থায় আছে,জয়িতা কি এখনো অগোছালো জীবন নিয়েই আছে, সে কি বেঁচে আছে , এইসব ভেবেই তৈরী করেছেন ‘প্রিয় বন্ধু আবার’।

সাতটা নতুন গানের পাশাপাশি চিঠির পরিবর্তে অসংখ্য ইমেইল, হোয়াটস্যাপ, এসএমএস- এর ভিত্তিতে তৈরী হয়েছে এই শ্রুতি নাটক। আগামী ৩০ তারিখ আগস্টে কার্পে ডিয়েম এটার প্রথম প্রিমিয়ার করবে।
‘প্রিয় বন্ধু’কে ভালোবেসেছিল তাদের ‘ প্রিয় বন্ধু আবার’ ও ভালো লাগবে জানান তিনি।

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো DEZINIAX STUDIOS -এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্যের ছবি “হুলো & মেনি”…

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো. আর দূর্গা পুজোয় প্রেম হবে না তা কি হয়. এবার পুজোয় তবে "হুলো আর মেনির প্রেম হয়ে যাক? অবাক...

পুজোর মরশুমে ‘মনের মানুষ’ দেবতনু রাজ করতে চলেছে সকলের “হৃদ মাঝারে”!

বর্তমানে পরিস্তিতি উদ্বেগ জনক হলেও বাঙালীরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে এই ৪টি দিনের জন্য। উমা ঘরে আসার সাথে সাথে চারিদিক খুশির আমেজে ভরে...

দাম্পত্য জীবনের প্রথম দূর্গা পুজো! কেমন কাটাচ্ছে অভিনেতা আরুষ এবং পায়েল?

এবিও পত্রিকার তরফ থেকে প্রথমেই আরুষ এবং পায়েল কে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গত বছর ২৭ নভেম্বর ২০২০ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে...

Klikk এর পক্ষ থেকে মুক্তি পেলো আরো একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি “আগমনী”…

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। ৩৬৫ দিন বাঙালীরা অপেক্ষা করে থাকে এই ৪টি দিনের জন্য। উমা ফেরে তার মায়ের ঘরে। চারিদিক মেতে ওঠে উৎসবের...