Home বিনোদন নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক 'প্রিয় বন্ধু' সিকুয়েল নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’ সিকুয়েল নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

বাইশ বছর পর আসছে ‘প্রিয় বন্ধু’ র সিকুয়েল

নব্বই দশকের জনপ্রিয় শ্রুতি নাটক ‘প্রিয় বন্ধু’ সিকুয়েল আসতে চলেছে খুব শীঘ্রই, দীর্ঘ বাইশ বছর পরে ‘প্রিয় বন্ধু’ র সিকুয়েল ‘প্রিয় বন্ধু আবার’ নিয়ে আসছেন অঞ্জন দত্ত।

জয়িতা ও অর্ণবের গভীর বন্ধুত্ব , চিঠি র মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ টুকরো টুকরো ঘটনার কথা জানানো সবটাই কি বাইশ বছর পর একই রকম আছে জানতে হলে ৩০ আগস্ট, রাত ৮ টায় কার্পে ডিয়েম ডিজিটাল মাধ্যমে চোখ রাখতে হবে।

অঞ্জন দত্ত ও নীল দত্ত নতুন গানের সমাহারে বাড়ি থেকে এক সাফল্যের ইতিহাস তৈরি করতে চলেছেন, অঞ্জন দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন লকডাউনের সময় কার্পে ডিয়েম মানে সমর্পিতা, বিপ্রতিম, সোমনাথ ও তাদের দল যখন তাঁর সঙ্গে যোগাযোগ করে যে বাড়ি থেকে একটা অনুষ্ঠান করতে হবে, তখন তার মনে হয়েছিল বাড়ি থেকে কিছু করলে এমন কিছু করতে হবে যেটা বাড়ি থেকে সম্ভব। যেটা তিনিও বাড়ি থেকে করবেন এবং শ্রোতারাও বাড়ি বসে শুনবেন, হতে পারে গানেএ অনুষ্ঠান হতে পারে, এছাড়া আর কি করা যায় ভাবতে ভাবতে তাঁর শ্রুতি নাটকের কথা মনে আসে, শ্রুতি নাটক রেডিও তে কিংবা কোনো অডিও সিডি তে শোনা যায় এবং তা অনলাইনে ওয়ার্ক করতে পারে। সেই বিশ্বাস থেকেই একসময় বহু প্রশংসিত প্রিয় বন্ধুতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। নব্বই এর দশক প্রিয় বন্ধু অনেক সাফল্য পেয়েছে, পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনে জায়গা করে নিয়েছিল, এবার তার সিকুয়েলে সেই অর্ণব কেমন অবস্থায় আছে,জয়িতা কি এখনো অগোছালো জীবন নিয়েই আছে, সে কি বেঁচে আছে , এইসব ভেবেই তৈরী করেছেন ‘প্রিয় বন্ধু আবার’।

সাতটা নতুন গানের পাশাপাশি চিঠির পরিবর্তে অসংখ্য ইমেইল, হোয়াটস্যাপ, এসএমএস- এর ভিত্তিতে তৈরী হয়েছে এই শ্রুতি নাটক। আগামী ৩০ তারিখ আগস্টে কার্পে ডিয়েম এটার প্রথম প্রিমিয়ার করবে।
‘প্রিয় বন্ধু’কে ভালোবেসেছিল তাদের ‘ প্রিয় বন্ধু আবার’ ও ভালো লাগবে জানান তিনি।

- Advertisment -

জনপ্রিয়

‘চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’ জিতে নিলো অরূপ সেনগুপ্তের পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ”…

'চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’-এ জোড়া পুরস্কার পেল পরিচালক অরূপ সেনগুপ্তের ছবি ‘চার এক্কে প্যাঁচ’। গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

মুক্তি পেতে চলেছে ইনফোকেয়ার আই.এন্টারটেইনমেন্ট নির্মিত শুভ্র রায় পরিচালিত ছবি “ঘুন”…

খুব শীঘ্রই Klikk OTT তে streaming হতে চলেছে শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুন'। শহর কলকাতার ৬জন নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে ঘিরে তৈরী হয়েছে...

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...