আমি আছি
অসময়ে তোর পাশে
করোনা মহামারির কবলে পরে স্থির হয়ে গেছে জনজীবন। রঙিন পৃথিবী হঠাৎ করেই যেন বেরঙিন হয়ে পড়েছে। কিন্তু শিল্পীদের শৈল্পিক সত্তা কে কখনোই বেঁধে রাখা যায় নি। আর যাবেও না। সেটা সঙ্গীত জগৎই হোক বা অভিনয় জগৎ। তারা কোনো না কোনো ভাবে বিনোদনের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছেন। দর্শকের মন ভালো রাখতে তারা সর্বদাই এগিয়ে এসেছেন। সেরকমই এক প্রয়াসের মধ্যে দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিজিৎ গাঙ্গুলি পরিচালিত ও অধিরাজ গাঙ্গুলি অভিনীত শর্টফিল্ম “আমি আছি অসময়ে তোর পাশে”।
অধিরাজ গাঙ্গুলির অভিনয় সম্পর্কে আমরা সকলেই অবগত। বর্তমানে জি বাংলার “সৌদামিনীর সংসার” ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও তাঁকে আমরা দেখেছি “গোয়েন্দা তাতার” ছবিতে “তাতার” চরিত্রে অভিনয় করতে।
কিন্তু শ্রীমতি শম্পা গাঙ্গুলির গল্প ও সংলাপ এ গড়ে ওঠা “আমি আছি অসময়ে তোর পাশে” এই শর্ট ফিল্মটিকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে তার অভিনয় প্রশংসনীয়।
আধিরাজ গাঙ্গুলি, শম্পা গাঙ্গুলি ও অভিজিৎ গাঙ্গুলির মিলিত প্রয়াসকে অসাধারণ সুরের বাঁধনে ধরে রেখেছেন আমির আলী এর সুর ও আলামিন ইসলাম এর কথা। তাদের গানে ফুঁটে উঠেছে এক মানবতার ছোঁয়া।
আমির আলি ও আলামিন ইসলাম এর অনেক গানই বাংলা ও বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের গানে সবসময় খুঁজে পাওয়া গেছে এক মানবিকতার স্পর্শ।
সব মিলিয়ে এক দারুন কম্বিনেশন।