পেটে ব্যথার সমস্যা ঠিক করার অছিলায় একাধিকবার ধর্ষনের অভিযোগ তান্ত্রিকের
উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার আকাইপুর এলাকায় তান্ত্রিক শিবু মজুমদারের বাড়িতে একাধিকবার পেটে ব্যথার সমস্যা নিয়ে গোপালনগর বৈরামপুর কানসোনা গ্রামের হাজির হয়েছিলেন ২৩ বছরের যুবতী। পেটে ব্যথার অছিলায় যুবতীকে একাধিকবার যুবথীকে ধর্ষন করেন তিনি। সোমবার গোপালনগর থানায় ৫০ বছরের ধর্ষক তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যুবতী। আর যুবতীর এই অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ তাকে অবিলম্বে তান্ত্রিককে গ্রেপ্তার করৃন পুলিশ। নির্যাতিতা মেয়েকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে।