করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন চলে লকডাউন, বন্ধ হয়ে যায় বিনোদনের সব ব্যবস্থা, পার্ক, সিনেমা বন্ধ করে দেওয়া হয়। তবে আনলক পর্বে ধীরে ধীরে সবকিছু যখন স্বাভাবিক হচ্ছে, শুরু হয়েছে মেট্রো চলাচল, তখন বিধি নিয়ম মেনে আনলক চার পর্বে চিড়িয়াখানা, পার্ক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে রাজ্যে চিড়িয়াখানা, ইকো পার্ক সহ সমস্ত বিনোদন পার্ক গুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বন মন্ত্রী রাজীব ব্যানার্জি।
শুক্রবার এই ঘোষণার পাশাপাশি জানানো হয় পার্ক খুলে দেওয়া হলেও সমস্ত বিধিনিষেধ মেনেই যেতে হবে, করোনা সংক্রমণের কথা মনে রেখে মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক, শরীরের তাপমাত্রা পরীক্ষা থেকে সামাজিক দূরত্ববিধি বজায় রাখা মানতে হবে সবটাই।
তবে বুকিং এর ধরন এবার বদলে যাবে, পার্ক, চিড়িয়াখানায় প্রবেশের জন্য টিকিট বুকিং হবে অনলাইনে। এছাড়াও জানানো হয়েছে জাতীয় উদ্যানে বন্ধ থাকবে হাতি সাফারি।
তবে দীর্ঘদিন পর খোলায় সাধারণ মানুষের ভীড় বাড়ে না সংক্রমণের ভয়ে পার্ক এবং চিড়িয়াখানাও থাকে জনশূন্য তা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।