জনতার ভালোবাসাতেই তারা সেলিব্রিটি, ভিডিও পোস্ট করে জানালেন অক্ষয় কুমার
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক অন্ধকারময় জগৎ প্রকাশ্যে আসছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পর থেকে বলিউডে মাদকচক্রে একের পর এক নাম উঠে আসছে, যার মধ্যে বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব থেকে স্টার কিডস বাদ নেই কেউই। সম্প্রতি এই বিষয়ে অভিনেতা অক্ষয় কুমার তার মতামত জানালেন।
বলিউড জগৎ কে ঘিরে নানা বিতর্ক, চাঞ্চল্যকর তথ্য এসব নিয়ে প্রকাশ্যে নিজের বক্তব্য জানালেন খিলাড়ী কুমার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন , দীর্ঘদিন ধরেই একটা কথা তিনি ভাবছেন কিন্তু এমন পরিস্থিতিতে কি বলবেন কাকে বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না , তাই জনগনের সাথেই সেই কথা শেয়ার করে নিয়েছেন তিনি। আক্কি বলেছেন বলিউডের তারকারা সেলিব্রিটি হয়ে উঠেছে মানুষের ভালবাসার মাধ্যমেই মানুষের মনের নানা ভাবনা, অনুভূতিকে সিনেমার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়। তাই বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের রাগ বহিঃপ্রকাশও মাথা পেতে নেওয়া উচিত সেলেব্রিটিদের।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং বলিউডে মাদক যোগের প্রসঙ্গে অক্ষয় বলেন বুকে হাত রেখে তিনি কখনই বলতে পারবেন না যে বলিউড ইন্ডাস্ট্রিতে মাদক সমস্যা নেই। তবে বেশ কিছুদিন ধরে মাদক কান্ডে যে শোরগোল পড়ে গেছে এবং উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য তাতে সকলের মতোই দুঃখিত তিনিও। তবে সমস্যা কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই থাকে, কিন্তু সেই জন্য সকলকে খারাপ ভাবা টা ঠিক নয়। বলিউড ইন্ডাস্ট্রির সকলে খারাপ নয়।
তাই সবাইকে এক নজরে না দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। দেশের প্রশাসন, পুলিশ এবং আইনের প্রতি তিনি বিশ্বাসী তাই তিনি জানেন আইনি তদন্তে সমস্ত সত্যি সামনে আসবে।
তিনি আরও বলেন সংবাদমাধ্যমের ক্ষমতা সম্পর্কে তিনি অবগত । তাদেরকে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি একটু সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন আক্কি।
কারণ সংবাদমাধ্যমের তরফে দেওয়া ভুল খবরে কারোর সারা জীবনের পরিশ্রম শেষ হয়ে যেতে পারে। জনতার অবিশ্বাস হতেই পারে তবে নিজেদের সংশোধন করে পুনরায় জনতার বিশ্বাস অর্জন করার পক্ষপাতী তিনি। খারাপ লাগলে জনগণ তা বলুক তবে বলিউডের পাশেও থাকুক চায় অক্ষয় কুমার।
Bahot dino se mann mein kuch baat thi lekin samajh nahi aa raha tha kya kahoon, kisse kahoon. Aaj socha aap logon se share kar loon, so here goes… #DirectDilSe 🙏🏻 pic.twitter.com/nelm9UFLof
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2020