করনকে ফেরালেন অক্ষয় – বলিউড জগতে এই প্রথমবার
সিনেমা প্রযোজক করন জোহরকে প্রত্যাখ্যান বর্ষীয়ান নেতা অক্ষয় কুমারের – বলিউড জগত প্রথমবার সম্মুখীন হল এ রকম ঘটনার!
সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক ক্রমশই তীব্র হয়েছে করন জোহরের। সম্ভবত তার জনপ্রিয় শো ‘ কফি উইথ করন” এ শেষ পেরেক পুতেছে চ্যানেল কতৃপক্ষ। তবে এতদিনে কখনই সিনেমা প্রযোজকের থেকে মেগা তারকাদের মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু এবারে সেটাই ঘটতে চলেছে। বলিউডের নামী সমালোচক রোহিত সান্দের সুত্র খবর, রোহিত শেট্টি পরিচালিত বহুল প্রতিক্ষীত অক্ষয়কুমার ধামাকা ” সুর্যবংশী” থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ধর্মা প্রোডাকশনের নাম। একযোগে অক্ষয় ও রোহিত এই সিদ্ধান্ত নিয়েছেন সুত্রে খবর। ধর্মা প্রোডাকশনের টাকাও ফিরিয়ে দেওয়া হবে করন জোহর কে। এই সিনেমায় কোন ভাবে করনের সঙ্গে জড়াতে ইচ্ছুক নন তারা।
বেশ কিছুদিন আগে অবসাদের জেরে আত্মহত্যা করেছিলেন বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া! তাঁর অবসাদের মূল কারন হিসেবে ধরে নেওয়া হচ্ছে বলিউড জগতের নেপোটিজমের ঘটনাকে। আর নেপোটিজম ধরলে মোক্ষম নেটিজেনেই উঠে আসে করন জোহরের নাম! আর তাপর থেকেই তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সুশান্তের অনুরাগীরা, ট্রোলও করা হচ্ছে টুইটারে। এর ফলে বলিউড জগতেও বাড়ছে করন – বয়কটের সম্ভাবনা।
প্রসঙ্খত উল্লেখ্য, অক্ষয় অভিনীত ছবি ” সুর্যবংশী” গত মার্চ মাসের ২৪ তারিখ মুক্তির কথা ছিল। কিন্তু লকডাউনের ফলে পিছিয়ে যায় সিনেমামুক্তির তারিখ। স্বজনপোষনের ফলেই বলিউড জগতে একরকম বয়কটের শিকার হয়েছেন খ্যাত সিনেমা প্রযোজক করন জোহর। আর তাই তার সঙ্গে কাজ করতে নারাজ অক্ষয়কুমারও।