লকডাউনের জেরে সারা দেশে সময় যেন থমকে দাঁড়িয়েছে।থমকে গেছে বিভিন্ন ব্যবস্থা। এহেন অবস্থায় দেশের অর্থনীতির উপর পড়েছে চাপ।চলে গিয়েছে অনেক বেসরকারী কর্মচারীর রুটি রোজগারের উপায়। এরম অবস্থায় বাদ পড়েনি দেশের অভিনয় জগৎও।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকার জন্য অনেকের রোজগার বন্ধ হয়েছে।এমতাবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে বহু সাহায্যের হাত। বলিউডের বহু নামী দামী তারকা দের মতো ‘ খিলাড়ি ‘ অর্থাৎ অক্ষয় কুমার ও বাদ পড়েননি সেই তালিকা থেকে।ইতিমধ্যেই অক্ষয় PM CARES তহবিলে দান করেছেন ২৫ কোটি টাকা,এছাড়াও মুম্বই এর থিয়েটার দলগুলির দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন।এবার আক্কি বলিউডের সিনে ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়ালেন।
CINTAA অর্থাৎ সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন এর সহ সম্পাদক অমিত বেহেল অভিনেতা ও অভিনেত্রী দের এই লকডাউনের ফলে হওয়া অর্থনৈতিক দুর্দশার কথা জানান CINTAA এর এক সদস্য আয়ুব খানকে।আয়ুব খান সম্পূর্ণ পরিস্থিতির কথা জানান তাঁর বন্ধু বলিউডের অন্যতম প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে।তিনি তাঁর বহুদিনের পুরনো বন্ধু অক্ষয়কে গোটা ঘটনা জানালেই তিনি বন্ধুকে অর্থনৈতিক অনুদান দিয়ে সাহায্য করেন।
এছাড়াও কদিন আগে মুম্বইএর এক থিয়েটার দলকে ডেকে পাঠিয়ে তাদের লক ডাউন চলাকালীন পরিস্থিতির কথা জানতে চান আক্বী।তাদের দুর্দশার কথা জানতে পেরে তাদের সাহায্যের আশ্বাস দেন তিনি।এছাড়াও দলটির এই মাসের বেতন ও জোগাড় করা গেছে।
এই বছর মার্চ মাসে অক্ষয়ের ‘সূর্যবংশী ‘ মুক্তি পাবার কথা ছিলো।কিন্তু লক ডাউন এর জন্য সেটা পিছিয়ে যায়।রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে ও ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে রণবীর সিং এবং অজয় দেবগণ কে।
“মানুষের বিপদের সময় প্রয়োজনে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করবো” -Akshay Kumar
- Advertisment -