কান চলচ্চিত্রে ডক ইন প্রগ্রেস বিভাগে সমাদৃত হলো কোলকাতায় তৈরী তথ্য চিত্র “Thirteen Destination of A Traveller”
২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে “Docs in Marche du Film” বিভাগে দক্ষিণ এশিয়ায় ৪ টি তথ্য চিত্রের মধ্যে “Thirteen Destination of A Traveller” অন্যতম।
এই ছবির পরিচালনা করেছেন পার্থ দাস। পরিচালক পার্থ দাস বিগত ৩ বছর ধরে এই ছবি নির্মাণের কাজে যুক্ত রয়েছেন। এই ছবিটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরী হয়েছে। ভারত থেকে এই ছবির প্রযোজনা করেছেন “চেরিপিক্স মুভিজ প্রাইভেট লিমিটেডের” কর্ণধার সৌম্য মুখোপাধ্যায়, এবং বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করেছেন “ব্ল্যাক মিরর ফিল্মস” এর কর্ণধার মোকলেসুর রহমান তালুকদার।
ছবিতে সাউন্ড ডিজাইন এর দায়িত্বে রয়েছেন রুপন মুখোপাধ্যায়, DOP এর দায়িত্বে রয়েছেন রিপন হোসেন এবং এক্সিকিউটিভ প্রোডিউসার এর দায়িত্বে রয়েছেন নিজাম উল হক।
ছবিতে পরিচালক দুটি মেরুর সমান্তরাল অভিযান দেখাতে চেয়েছেন। একদিকে যেমন দেখানো হয়েছে হাজারও সুফি তীর্থ যাত্রীরা শারীরিক বেদনা সহ্য করেও মানব প্রেম অর্জনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তেমনই অপরদিকে বর্তমানে ভারতের একজন প্রান্তিক প্রতিবন্ধী মুসলিম ব্যাক্তি নিজস্ব শারীরিক, আর্থিক প্রতিবন্ধকতার বাধা কাটিয়ে যাত্রা করে চলেছেন ভালোবাসা, সহানুভূতি ও খুশির খোঁজে।
এই ছবির নির্মাতা ভূষয়ী প্রশংসা অর্জন করেছেন। দীর্ঘ ১৫ বছর পর কলকাতায় তৈরী তথ্য চিত্র বিশ্বের দরবারে নির্বাচিত হতে পেরেছে যা সত্যিই প্রশংসনীয়।