এ যেনো এক ভয়ঙ্কর ঘটনা। বাজার থেকে বাড়ি ফিরেই ধারালো অস্ত্র দিয়ে চার সন্তানকে কূপিয়ে খুন করলো বাবা। ঘটনাটি ঘটেছে বিহারের সাওয়ান এলাকায়। সন্তানদের মধ্যে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে।
স্বামীকে এই অবস্থায় দেখে এবং নিজের সন্তানকে বাঁচাতে এক মেয়েকে আহত অবস্থায় নিয়ে পালিয়ে যান স্ত্রী। তাদের পাটনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ধৃতের নাম অবদেশ চৌধুরী। অভিযুক্ত বিহারের সিওয়ান এর বেলহা গ্রামের বাসিন্দা।
সূত্রের খবর অনুযায়ী, অবদেশ বাজার থেকে বাড়ি ফিরেই হাতে ধারালো অস্ত্র নিয়ে প্রথমে স্ত্রী ও মেয়েকে কোপাতে যায়। কিন্তু তারা কোনো ক্রমে পালিয়ে গেলে তিনি তাঁর চার সন্তান যথাক্রমে মুকেশ কুমার(১০), ভোলা কুমার(১২), অভিষেক কুমার(১৪) ও জ্যোতি কুমারীকে কুপিয়ে খুন করে।
এই ঘটনায় অভিযুক্ত অবদেশ কে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের কাছে তিনি এমন কথা স্বীকার করেন যা আশ্চর্যজনক। তিনি বলেন বাড়ি ফিরতেই যেনো তার ওপর কিছু ভর করলো। তাই বাড়ি ঢুকতেই তার মনে হলো সে সবাইকে মেরে ফেলবে। সেই ঘটনার পর অবদেশ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে বুঝতে পারে সে এক ভয়ানক ঘটনা ঘটিয়ে ফেলেছে। অবদেশের দাবি সেই পুলিশকে ফোন করে ঘটনাটি জানাতে চেয়েছিল কিন্তু পুলিশ সেই মুহূর্তে ফোন ধরেনি।