এই করোনা পরিস্তিতিতে আগের বছর থেকেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে. কিন্তু এবার এক অভিনব প্রয়াস অঙ্গ দান করতে এগিয়ে এলেন ভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার.
এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, “অনেক দিন ধরেই তার এই ইচ্ছা ছিল, কিন্তু বাবা মায়ের সাথে এই নিয়ে কথা বলা হচ্ছিলো না, তাই এবার একটি সংস্থার থেকে প্রস্তাব পেয়ে অঙ্গদানে সম্মতি জানিয়েছি.
তিনি আরো জানান “আমার যা পেয়েছি তা ঈশ্বরের দান, তাই মৃত্যুর পর আমার দেহের অঙ্গ পেয়ে যদি অন্য কারোর জীবন সুন্দর হয় তাহলে এর চেয়ে বড়ো পাওয়া আর কিছু হতে পারে না. আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও কম তাই আমি অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসুন”
সূত্রের খবর অনুযায়ী অভিনেত্রী সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আরো বলেন “মৃত্যুর পর আমাদের দেহ দাহ করা হয় বা কবর দেওয়া হয় এতে কারোর উপকার কিছু হয় না, কিন্তু অঙ্গ দান করতে একঅর্থে বেঁচে থাকা যায়”.
আশা করা যায় অভিনেত্রীর এই সিদ্ধান্ত থেকে অনেকেই অনুপ্রাণিত হয়ে অঙ্গদানের বিষয়ে সচেতন হবেন এবং অঙ্গদানে এগিয়ে আসবেন.