জন্মদিনে নিজের হাতে রান্না করে দুস্থ শিশুদের খাওয়ালেন অভিনেত্রী পায়েল সরকার
জীবনের একটি বিশেষ দিন হল জন্মদিন, আমরা এক এক জন এক এক ভাবে এই দিনটি পালন করি, কেউ পার্টি দিয়ে, কেউ রেস্তোরাঁয় বন্ধুদের সাথে কেকে কেটে বা কেউ পরিবারের সকলের সাথে হই হুল্লোড় করে আনন্দ উপভোগ করে এই দিনটির। কিন্তু অভিনেত্রী পায়েল সরকার নিজের জন্মদিনটি পালন করলেন একটু আলাদা ভাবে।
সকলের আনন্দে তিনি নিজের আনন্দ খুঁজে নিলেন ৷
জন্মদিনের সকালে তিনি
পরিচয় রিলিফ ফান্ডের তরফ থেকে দুস্থ পথ শিশুদের মুখে সামান্য হাসি ফোটানোর প্রয়াস করলেন এবং এতে তিনি একেবারে সফলও হয়েছেন। দুস্থ শিশুদের খাবার খাওয়ানোর জন্য জন্মদিনের সকালে অনেক তাড়াতাড়ি উঠে ৪০ জন শিশুর রান্না করেন একা হাতে। অভিনেত্রীর বিশ্বাস
আনন্দ মানে নাইট ক্লাব, বার বা ডিসকো নয়, আনন্দ হল দুস্থ অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো, তারা তো চাইলেও মাঝে মধ্যেই রেস্তোরাঁ থেকে অর্ডার করে বা ভালো মন্দ খাবার বানিয়ে খেতে পারেনা, তাই তাদের জন্য নিজের হাতে ভালো খাবার রান্না করেন অভিনেত্রী পায়েল।
তারপর সকলকে মাস্ক বিতরণ করেন এবং সানিটাইজ করে সকলকে নিজের হাতে খাবার বেড়ে খাইয়ে দেন অভিনেত্রী ।
এরকম ভাবে সকলের খুশির মধ্যে নিজের খুশি খুঁজে নিতে পারেন খুব কম মানুষ, যার মধ্যে একজন হলেন পায়েল সরকার। তিনি শুধু দুর্দান্ত অভিনেত্রীই নন অনেক বড় মনের মানুষও।
তাই জন্মদিনের কেক এই সমস্ত দুস্থ পথ শিশুদের সামনে কেক কেটে নিজের জীবনের বিশেষ দিনের আনন্দ ভাগ করে নিলেন অনেক মানুষের আশীর্বাদ নিয়ে।