জন্মদিনে সেলিব্রেশনের পাশাপাশি সরকারের তরফ থেকে বাস্তবের জন্য সেরা উপন্যাসের পুরস্কার পেলেন অভিনেত্রী পায়েল সরকার।
আমরা অনেকেই জানি 6 সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকার তার জন্মদিন পালন করেন নিউটাউনের একটি রেস্তোরায়। সেখানে বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি উপস্তিত ছিলেন রাজ্য সরকারের কিছু স্বনামধন্য ব্যক্তিরাও। পায়েল একটি ইন্টারভিউ এর মাধ্যমে জানান তার লেখা “বাস্তব” উপন্যাসটি তিনি তার ঠাম্মার থেকে অপুপ্রেরিত হয়ে লেখেন। আর তার এই প্রয়াসকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছেন পায়েলের হাসব্যান্ড সহেল সাহা।
পায়েলের জন্মদিন টিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে সহেল। সেখানেই “বাস্তবের” জন্য সেরা উপন্যাসের পুরস্কার পেলেন অভিনেত্রী পায়েল সরকার। পায়েলকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করেন ভারত বাংলাদেশের সাংস্কৃতিক মৈত্রী পরিষদের উপদেষ্টা ড. বিদ্যুৎ পোদ্দার।
তিনি এই অনুষ্ঠানে পায়েল কে বলেন “তার এই বাস্তব উপন্যাস তিনি দিল্লিতে পাবলিশ করবেন”।
পায়েলকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন ” জানি না আমি এই সবকিছুর যোগ্য কিনা তবে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে আরো মনের জোর দেন যাতে আমি দুঃস্থ, অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি”।
পায়েল আরো জানান খুব তাড়াতাড়ি তিনি একটি নতুন উদ্যোগ নিয়ে আসছে সেই পিছিয়ে পরা মেয়েদের জন্য যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছে, যারা জীবনে এগিয়ে যেতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায় তাদেরকে নতুন করে পরিচয় দিতে নিয়ে আসছে সরকারের ও পায়েলের উদ্যোগে নতুন প্রজেক্ট “পরিচয়”।