Home সেলিব্রিটি অভিনেত্রী পায়েল সরকার ইন্ডাস্ট্রিতে রাজ করছেন প্রযোজক পায়েল সরকার রূপে! কি বললেন...

অভিনেত্রী পায়েল সরকার ইন্ডাস্ট্রিতে রাজ করছেন প্রযোজক পায়েল সরকার রূপে! কি বললেন পায়েল…

অভিনেত্রী পায়েল সরকার হিসেবে নাকি প্রযোজক পায়েল সরকার হিসেবে কতটা রাজ করছেন ইন্ডাস্ট্রিতে পায়েল?



অভিনেত্রী পায়েল সরকার আট বছর ধরে রাজ করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তার ঝুলিতে রয়েছে অজস্র সিরিয়াল। স্টার জলসায় ভালোবাসা.কম সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু। এরপর যতদিন গেছে ততই তিনি উন্নতির শিখরে পৌঁছে গেছেন।



দুর্গাপুজোর আগেই অভিনেত্রী পায়েল সরকার কে দেখা যায় নিজস্ব প্রতিষ্ঠানে “পায়েল সরকার অর্গানাইজেশন” এ। যেখানে তিনি অজস্র ক্যান্ডিডেটকে সুযোগ করে দিয়েছেন হোডিং শ্যুটের জন্য।

মহিলা, পুরুষ তো বটেই তার এই শ্যুট এ ছোটো ছোটো ক্ষুদে শিল্পীদেরও দেখা যায় সুন্দর করে শ্যুট করতে। এবং এনাদের মধ্যে আবার অনেকে সুযোগ পেয়ে গেছেন স্টার জলসা, ও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক শো তে।



সংযুক্তা মুখার্জীপ্রিয়াঙ্কা দে এই দুজন চান্স পেয়ে গেছেন জি বাংলা, ও স্টার জলসায় ধারাবাহিক শো তে।

এই বিষয় পায়েল সরকার কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ” সত্যি বলতে অভিনেত্রী থেকে যে আমি একজন প্রযোজক হবো বা, আমার নিজের একটা প্রোডাকশন হাউস হবে এটা আমার কাছে একটা স্বপ্নের মত। এই সবকিছু সম্ভব হয়েছে সহেলের জন্য। সহেল পাশে না থাকলে এই সবকিছু সম্ভব হতো না।



আর যারা ধারাবাহিকে সুযোগ পেয়েছে আমি তাদের অনেক শুভেচ্ছা জানাতে চাই তাদের আগামী দিনের জন্য। সবে তাদের পথ চলা শুরু। আমি চাই তারা অনেক উন্নতি করুক। এবং সবাই যেনো পায়েল সরকার অর্গানাইজেশন আর পাশে থাকে আমার পাশে থাকে এটুকুই আপনাদের থেকে কাম্য”।

- Advertisment -

জনপ্রিয়

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক। মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী…

আজ শনিবারই অলিম্পিক গেমসের প্রথম দিন। আর প্রথমদিনেই পদক জয় ভারতের। রুপো পেলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। শনিবার সকালে প্রথম...

শনিবার সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় রাখুন এই জিনিসটি, বাড়বে আয় বৃদ্ধি…

হিন্দু ধর্ম মতে শনিবার সন্ধ্যায় তুলসী তলায় রাখুন এই কটি জিনিস আপনার সংসারে বাড়বে আয়বৃদ্ধি, হবে টাকা রোজগার। হিন্দু শাস্ত্র মতে, শনিবার সন্ধ্যাবেলা আপনার বাড়ির...

শুরু হয়ে গেলো দেব রুক্মিনীর ভালোবাসার নতুন সফর! “কিশমিশ”-এর শুভ মহরত…

বড়ো পর্দায় চ্যাম্প, কিডন্যাপ, ককপিট, কবীর, পাসওয়ার্ড এর মতো ছবিতে একসঙ্গে দেখা মিলেছে দেব রুক্মিণী জুটির. এবার ষষ্ঠ বার সিলভার স্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন...