করোনা মহামারীর সাথে লড়তে লড়তে পৃথিবী যখন ক্লান্ত তখন দেবী দুর্গার আগমন কিছুটা হলেও রাজ্যবাসী তথা সারা বিশ্বকে কিছুটা খুশির আমেজে ভড়িয়ে তুলছে। এই চারটে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি।
পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু। মায়ের আগমনের এক এক ধাপ আমরা এগিয়ে চলেছি। গতকাল বিশ্বকর্মা পুজোর পাশাপাশি ছিল মহালয়া। এবারের দেবীর আগমনের সময় সূচী কিছুটা অন্যরকম। এবারে মহালয়ার ৩৫ দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।
এই মুহূর্তে গোটা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। সকলেই কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। এইরকম অবস্থায় সারা রাজ্যবাসী তথা সারা বিশ্বের জন্য প্রার্থনা করলেন অভিনেত্রী পায়েল সরকার। আমরা কমবেশি সকলেই জানি পায়েল শুধু একার কথা নয় সে সকল মানুষের জন্য ভাবে। এমনই অনেকটা বড়ো মনের মানুষ পায়েল। ছোটো ছোটো আনন্দ পায়েল সকলের সাথে ভাগ করে নিতে জানে।
ঠিক সেইরকমই গতকাল একটি বিশ্বকর্মা পূজোর অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল পায়েল। পায়েলের কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন ছিল “সে ঠাকুরের কাছে কি প্রার্থনা করলো” পায়েল জানান “আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তিনি যেনো সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই অন্ধকার কেটে গিয়ে সবাই যেনো আবার আগের মত শান্তির মুখ দেখতে পায়”।
বিশ্বকর্মা পূজোর দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী পায়েল সরকার।
- Advertisment -