রবিবার মানেই ছুটির দিন। তাই শেওড়াফুলি বিজেপি মন্ডলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো “চায় পে চার্চে”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেওড়াফুলি বিজেপির মন্ডলের সভাপতি স্নেহাংসু মাহান্ত, এবং অন্যান্য সদস্যরা। “চায় পে চার্চে” অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা “জয় মুখার্জী”।
এই অনুষ্ঠানের মূল লক্ষ সম্পর্কে শেওড়াফুলি বিজেপি মন্ডলের সভাপতি স্নেহাংশু মা বলেন “আজ আমরা “চায় পে চার্চে” অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্য পৌঁছে দিতে চাই যে, আমরা সাধারণ মানুষের পাশে আছি। সেটা করোনা মহামারী হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয় আমফান। সব রকম পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এই অনুষ্ঠানের প্রধান অতিথি জয় মুখার্জী বলেন “ভারতীয় জনতা পার্টি ভারত বর্ষের নাম উজ্জ্বল করেছে। অন্য দেশে গেলে আমরা গর্ববোধ করি যে আমরা ভারতীয়, আমরা হিন্দু। আমরা কখনোই ভারতবর্ষ কে বাংলাদেশ হতে দিতে পারি না। এই যে যারা বলে বেড়াচ্ছেন বাংলা গুজরাট এ পরিণত হতে চলেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলা বাংলাই থাকবে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে ২০২১ শে বিজেপি সরকার আসছে, তাতে কোনো সন্দেহ নেই”।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, জয় মুখার্জীকে শুভেন্দু অধিকারীর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন ” শুভেন্দু অধিকারী বিজেপি তে যোগদান করবেন কি করবেন না সেটা ওনার ব্যাক্তিগত ব্যাপার কিন্তু উনি যদি আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চান তাহলে আমরা ওনাকে স্বাগত জানাই”।