Home ফিল্ম লাল চোখে কুটিল হাসি "রাবণ" অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা...

লাল চোখে কুটিল হাসি “রাবণ” অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা জিৎ…

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ-এর দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ‘বাজি’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। এখনও এই ছবি হলে চলছে। এরই মধ্যে নতুন লুক সমেত পোস্টার দিয়ে নতুন ছবির ঘোষণা করলেন জিৎ।

পোস্টারে একরকন অপ্রত্যাশিত লুকে দেখা গেছে অভিনেতা জিৎকে। এই লুকটি সম্পূর্ণ আলাদা। লম্বা চুল, গাল ভর্তি দাঁড়ি, একটা চোখের মণির রঙ বাদামী এবং অপরটি লাল। দৃঢ় চোখের চাউনি, আর ঠোঁটের কোণে কুটিল হাসিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। খুব তাড়াতাড়ি নতুন ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। তারই প্রথম ঝলক “রাবণে“র পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা।

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ এবং অমিত জুমরানি। পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ। এছাড়াও কারা এই ছবিতে অভিনয় করছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি.

জিৎের নতুন ছবির পোস্টার সামনে আসতেই তাঁর সকল ভক্তেরা বেশ আনন্দিত৷ ‘রাবণ’-এ জিৎকে এক্কেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তা তাঁর লুক দেখেই বোঝা যাচ্ছে। এমনকি কমেন্টে বক্সে তাঁর আসন্ন এই ছবির লুক দেখে প্রশংসা জানাতে দেখা গেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহা, রুক্মিনী মৈত্রকে, এছাড়াও তাঁকে অভিনন্দন জানিয়েছেন ‘সাথী’র নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সহকর্মীরা।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...