ফের সাধারন মানুষের কাছে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন দেব
ছোট্ট সৌভিক থ্যালাসেমিয়া আক্রান্ত। রক্ত জোগাড় করতে হয়রান হয়েছে তার বাড়ির লোক। অবশেষে ছেলেটির বাবার বন্ধু দেবকে টুইট করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব।
এর আগেও পশ্চিম মেদিনীপুরের সাধারন মানুষের সুবিধার্থে সাংসদ অফিসকে আইসোলেশন হোমে বানিয়ে ফেলেন দেব। প্রমান করে দিলেন এভাবেই সাধারন মানুষের পাশে থাকা উচিত।
বর্তমানে সিনেমা হল খোলা নিয়ে টালবাহানার জেরে মালিক ও কর্মীএর দুরবস্থার কথা কেন্দ্রের সামনে তুলে ধরেন দেব। এটাই বোঝাতে চেয়েছেন যে কিভাবে হাজার হাজার মানুষের জীবন সিনেমাহলের সঙ্গে জড়িত।
কয়েকদিন আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটি শিশুর সাহায্যেও এগিয়ে আসেন দেব। সোশ্যাল মিডিয়ায় শিশুটির কথা জানতে পারে। এরপর তিনি প্রতিশ্রুতি দেন শাশুটির জন্য প্রয়োজনিয় কর্তব্য করবে তার টিম।
টুইটারে এক ব্যক্তি পাশকুড়া থেকে ঘাটাল অবধি রাস্তার দুর্দশা চিত্র পোস্ট করেন। এরপর ঘাটালের দেব সাংসদৃর কাছে তা মেরামতির আর্জি জানান পাশাপাশি টুইটেও পোস্ট করেন।
দারিদ্রপীড়িত মানুষদের তার পক্ষ থেকে খাদ্য বিতরন করা হয়।
ঘুর্নিঝড়ে বিপর্যস্তদের ঘরেও তিনি চাল ডাল পৌছে দিয়েছেন।