Home উৎসব প্রথা অনুসারে মাথায় ঘোমটা দিয়ে জগদ্ধাত্রী পুজোয় দেবীকে বরণ করেন ভদ্রেশ্বরের পুরুষেরা...

প্রথা অনুসারে মাথায় ঘোমটা দিয়ে জগদ্ধাত্রী পুজোয় দেবীকে বরণ করেন ভদ্রেশ্বরের পুরুষেরা…

বহু প্রাচীন ভদ্রেশ্বরের তেঁতুল তলা জগদ্ধাত্রী পূজো। যাকে বুড়িমাও বলা হয়। এই পূজোর এক প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রথা হলো এখানে দেবী জগদ্ধাত্রী কে বরণ করেন পুরুষেরা। তাও শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সমস্ত বিধি নিয়ম মেনে। এই প্রচলিত প্রথা দেখতে শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবারের পূজো তেমন জাঁকজমক করে হয় নি সেরকমই আবার বরণ পালাও মেটানো হলো বিধি নিয়ম অনুযায়ী।
দশমীর দিন বিবাহিত মহিলারা নন পুরুষেরা মাথায় ঘোমটা দিয়ে জগদ্ধাত্রী মায়ের বরণ করেন এমনই রীতি ভদ্রেশ্বরের তেঁতুল তলা জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে।
করোনা আবহে বিধি নিয়ম, জাঁকজমক এ প্রভাব পড়েছে কিন্তু দেবী বরণের ঐতিহ্য ক্ষুণ্ণ হয় নি, প্রাচীন রীতি এখনো প্রবাহমান।ভদ্রেশ্বরের তেঁতুল তলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজো প্রচলন করেন শূর পরিবার। শূর পরিবারে পূর্ব পুরুষ দাতারাম শূরের পরের প্রজন্ম এই পূজোর ব্যয় ভার বহনে অক্ষম হয়ে পড়েন তখন এই পূজো বারোয়ারী হয়ে পরে। কিন্তু তখন কার প্রজন্মে মহিলারা ঘরের বাইরে এসে দেবীবরণ করবেন এরকম সম্ভব ছিল না। কিন্তু এই কারণে দেবীবরণ হবে না?সেই মুহূর্তে এগিয়ে আসে পুরুষেরা। তারা মহিলাদের মত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে দেবীকে বরন করতে শুরু করলেন। সেই থেকেই আজ পর্যন্ত সেই প্রথাই প্রচলিত আছে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো Milky Way Films দ্বারা প্রযোজিত ছবি “শব চরিত্র”-এর…

দেবাশিস সেন শর্মার পরিচালনায় এবং Milky Way Films এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি "শব চরিত্র". ইতি মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে. ছবিটি...

প্রকাশিত হলো লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী…

নতুন লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী। এই কাহিনী সমাজের যে ফাঁক ফোকর দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য মাথা তোলে, তার গল্প রয়...

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের পরিচালনায় ও উৎসরিক দাসগুপ্তর প্রযোজনার নতুন ছবি ‘সত্যায়ন’

সম্প্রতি মুক্তি পেয়েছে এআর এসএস এন্টারটেইনমেন্ট ও বক্স অফিস এর পরবর্তী ছবি 'সত্যায়ন' এর প্রমো এবং পোস্টার। রৌনক ধর এর পরিচালনায় ও উৎসরিক দাশগুপ্তর...

তৃষা’র কন্ঠে আসতে চলেছে দিব্য প্রীতম জুটির নতুন গান ‘একলা সারাদিন’…

প্রীতম দেবের সুরে ও গীতিকার দিব্যদ্যুতির লেখা গান "একলা সারাদিন" গাইলেন সঙ্গীতশিল্পী তৃষা চ্যাটার্জী। ২রা ডিসেম্বর সঙ্গীত পরিচালক প্রীতম দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে...