নিট পরীক্ষার আগে নিখোঁজ নিট পরীক্ষার্থী
নিট পরীক্ষার আগে আশ্চর্যভাবে নিখোঁজ নিট পরীক্ষার্থী। কলকাতা পুলিশকর্মীর ছেলে কোন্নগরের বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভীক মন্ডল অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে আশ্চর্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। বৃহস্পতিবার অভীকের মা ঝর্না মন্ডল নিট পরীক্ষার অ্যাডমিট বের করতে গিয়ে আর ফিরে আসেননি। অভীকের বাবা কলকাতা পুলিশে কর্মরত। কলকাতার মিন্টো পার্কে নিটের সিট পড়ে পড়ে অভীকের কিন্তু তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্যের দানা বাধে। পরিবার সুত্রে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভীকের সাইকেল পাওয়া যায়। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভীকের পরিবার।