সময়ের সাথে ধীরে ধীরে OTT প্লাটফর্ম গুলোর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, তার সাথে সামঞ্জস্য বজায় রেখেই বৃদ্ধি পেয়েছে OTT প্লাটফর্ম গুলোর সংখ্যা। কিন্তু প্রচলিত OTT প্লাটফর্ম গুলোর থেকে একটু অন্যরকম ভাবনায় গড়ে ওঠা OTT প্লাটফর্ম Flix Bug মুক্তি পেতে চলেছে আর কিছু দিনের মধ্যেই বেশ কিছু অনবদ্য সিনেমা নিয়ে।
তার মধ্যে একটি অন্যতম ফ্লিম হচ্ছে ইন্ডালজেনসিয়া। এই ফ্লিমটি পরিচালনা করছেন পরিচালক অভিনব হালদার।
সম্পূর্ণ আলাদা রকম ভাবনায় গড়ে উঠতে চলেছে এই ফ্লিমটি। এটি মুক্তি পাবে শুধুমাত্র Flix Bug OTT প্লাটফর্ম এ। এই ফ্লিমটি নির্মাণের কাজ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই।
এর পোস্টার রিলিজ ও হয়েছে সদ্যই। দর্শক মহল খুবই আশাবাদী এই ফ্লিমটি নিয়ে। আশাকরি flix bug app মুক্তি পাওয়ার সাথে সাথেই বাংলার তথা সমগ্র ভারতের দর্শকগন অসধারন কিছু ফিল্মের স্বাদ পাবে।