Home বিনোদন অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রায়িত হচ্ছে কলকাতায়...

অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রায়িত হচ্ছে কলকাতায়…

“ফ্যান্টাসম” নামের স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি নীলাদ্রি শঙ্কর রায় প্রযোজনা করেছিলেন।

পরবর্তীতে, পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় বাকি চারটি ভিন্ন ভিন্ন গল্পকে একে অপরের সাথে যুক্ত করে একটি ভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। কারণ, প্রথম গল্পটি অন্যটি অনুসরণ করে। যদিও প্রতিটি চলচ্চিত্রের আলাদা আলাদা স্বকীয়তা রয়েছে।
গল্পগুলো সবই ইলিউশন নিয়ে এবং এর শিরোনাম ভিন্ন।
দ্বিতীয় অংশের নাম “মায়া ফ্যান্টাসম 2” তৃতীয় অংশের নাম “জাল ফ্যান্টাসম 3”

Rakshit and Sons প্রযোজনার ব্যানারে ছবিগুলি শুটিং করা হয়েছে। প্রযোজনা করেছেন পুরবী রক্ষিত।

“মায়া ফ্যান্টাসম 2” অভিনয় করেছেন অভিনেত্রী ত্রিপর্ণা বর্ধন, অভিনেতা তন্ময় মজুমদার ও সৌমক বসু।“জাল ফ্যান্টাসম 3”- এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ত্রিপর্ণা বর্ধন, অভিরুপ চৌধুরী, সায়ক চক্রবর্তী, দেবর্ষি ব্যানার্জি এবং সম্রাগ্নি সাহা।

চলচ্চিত্রগুলি খুব শীঘ্রই একটি নামী OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এর আগে পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় টলিউডে “চিত্রা” এবং “জানি একদিন” নামে দুটি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম লিখেছেন এবং পরিচালনা করেছিলেন। যার ফলে তাকে মুম্বাইতে স্থানান্তরিতও হতে হয়েছে। তিনি TVF এবং RVCJ কাজ করেন, এমনকি তিনি “সিক্রেটস অব সিভিয়েনার্স” নামে একটি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন যার জন্য তিনি পুরষ্কারও পেয়েছিলেন।

- Advertisment -

জনপ্রিয়

Asheq Manzur এর প্রযোজনায় এবং Arup Sengupta-র পরিচালনায় শ্যুট হয়ে গেলো দুটি মিউজিক ভিডিও

3p প্রোডাকশনের পক্ষ থেকে শ্যুট হয়ে গেলো অরূপ সেনগুপ্তের পরিচালনায় দুটি মিউজিক ভিডিও "ভালোবাসি" ও "অনুভবে". পরিচালক অরূপ সেনগুপ্ত একজন দক্ষ পরিচালকের পাশাপাশি খুব...

মাধ্যমিক পাশেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আজই আবেদন করুন…

পশ্চিম বঙ্গের মহিলা প্রার্থীদের জন্য এ এক বিরাট গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে একাধিক অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার।

সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেলো প্রতীশ ঘোষ পরিচালিত ছবি ‘অ্যানিমিজম’-এর…

কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেলো প্রতীশ ঘোষ পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি 'অ্যানিমিজম'-এর। এর আগে পরিচালক প্রতীশ ঘোষের আন্তর্জাতিক ছোট ছবি উৎসব ২০১৯ এ নিজের...

ভার্চুয়ালি বিদেশ ভ্রমণে এবার মানুষের দোসর হলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়….

এবার ভার্চুয়ালি বিদেশ ভ্রমণে মানুষের দোসর হলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। ইতি মধ্যেই "এম পি এল অরিজিনালস" ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার ভার্চুয়াল ভ্রমণ অনুষ্ঠান...