Home কোলকাতা রাতের অন্ধকারে তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদি মহিলার পায়ের উপর গাড়ি চালিয়ে বেপাত্তা অভিযুক্ত

রাতের অন্ধকারে তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদি মহিলার পায়ের উপর গাড়ি চালিয়ে বেপাত্তা অভিযুক্ত

শনিবার রাতে বাইপাস সংলগ্ন আনন্দপুরে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। গাড়িতেই ওই তরুণীকে কুপ্রস্তাপ দেয় অভিযুক্ত যুবক, সেই প্রস্তাবে সম্মতি না জানানোয় তরুণীকে ঘুষি দিয়ে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়, সেই সময় নীলাঞ্জনা দেবী ওই তরুণীকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত তার গাড়ি নীলাঞ্জনা দেবীর বা পায়ের উপর দিয়ে চালিয়ে চলে যায়। রবিবার নীলাঞ্জনা দেবীর পায়ে অস্ত্রোপচার হয়, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
তবে নির্যাতিতা প্রথমে অভিযুক্তর নাম অমিতাভ বসু বললেও পরে জানা যায় অভিযুক্তর নাম অভিষেক পান্ডে, তিনি পূর্ব যাদবপুরের বাসিন্দা। অভিযুক্তর সাথে ঠিক কতদিনের পরিচয় ওই তরুণীর তা নিয়েও রয়েছে সংশয়। তরুণীর বয়ান এবং অভিযুক্তের মা এর কথা একেবারে বিপরীত, অভিযুক্তের মা জানান দুজনের আলাপ ব্যাঙ্কে কর্মসূত্রে, ৫ বছর ধরে তাদের সম্পর্ক,সামনেই বিয়ে হওয়ার কথা।
এখনও অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার রাতে প্রথমে তারা খেতে যায় পাটুলি সংলগ্ন এক রেস্তোরাঁয় তার পর কুপ্রস্তাব দেওয়ায় ওই তরুণী বারবার তার বাড়িতে ছেড়ে দেওয়ার কথা জানায় কিন্তু অভিযুক্ত গাড়ি এগিয়ে নিয়ে যায়।
রাস্তার সিসি টিভি ফুটেজ খতিয়ে জানা গেছে গাড়ির নাম্বার, ওই তরুনীর দাবি ফোনেও সেভ করা নেই নম্বর, হোয়াটসঅ্যাপ কলিং এবং মেসেজেই কথা হত। তরুণীর কথায় একাধিক অসংগতি দেখা গেছে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...