Home কোলকাতা রাতের অন্ধকারে তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদি মহিলার পায়ের উপর গাড়ি চালিয়ে বেপাত্তা অভিযুক্ত

রাতের অন্ধকারে তরুণীর শ্লীলতাহানি, প্রতিবাদি মহিলার পায়ের উপর গাড়ি চালিয়ে বেপাত্তা অভিযুক্ত

শনিবার রাতে বাইপাস সংলগ্ন আনন্দপুরে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। গাড়িতেই ওই তরুণীকে কুপ্রস্তাপ দেয় অভিযুক্ত যুবক, সেই প্রস্তাবে সম্মতি না জানানোয় তরুণীকে ঘুষি দিয়ে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়, সেই সময় নীলাঞ্জনা দেবী ওই তরুণীকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত তার গাড়ি নীলাঞ্জনা দেবীর বা পায়ের উপর দিয়ে চালিয়ে চলে যায়। রবিবার নীলাঞ্জনা দেবীর পায়ে অস্ত্রোপচার হয়, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
তবে নির্যাতিতা প্রথমে অভিযুক্তর নাম অমিতাভ বসু বললেও পরে জানা যায় অভিযুক্তর নাম অভিষেক পান্ডে, তিনি পূর্ব যাদবপুরের বাসিন্দা। অভিযুক্তর সাথে ঠিক কতদিনের পরিচয় ওই তরুণীর তা নিয়েও রয়েছে সংশয়। তরুণীর বয়ান এবং অভিযুক্তের মা এর কথা একেবারে বিপরীত, অভিযুক্তের মা জানান দুজনের আলাপ ব্যাঙ্কে কর্মসূত্রে, ৫ বছর ধরে তাদের সম্পর্ক,সামনেই বিয়ে হওয়ার কথা।
এখনও অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার রাতে প্রথমে তারা খেতে যায় পাটুলি সংলগ্ন এক রেস্তোরাঁয় তার পর কুপ্রস্তাব দেওয়ায় ওই তরুণী বারবার তার বাড়িতে ছেড়ে দেওয়ার কথা জানায় কিন্তু অভিযুক্ত গাড়ি এগিয়ে নিয়ে যায়।
রাস্তার সিসি টিভি ফুটেজ খতিয়ে জানা গেছে গাড়ির নাম্বার, ওই তরুনীর দাবি ফোনেও সেভ করা নেই নম্বর, হোয়াটসঅ্যাপ কলিং এবং মেসেজেই কথা হত। তরুণীর কথায় একাধিক অসংগতি দেখা গেছে।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...