এক মায়ের কাছে তাঁর শিশুকে সুরক্ষিত পৌঁছে দিতে নিজের জীবনের তোয়াক্কা করলেন না এক ব্যাক্তি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মোমেন্টো ভাইরাল নামে এক টুইটার হ্যান্ডলের থেকে ভাইরাল ভিডিওতে দেখা যায়.
একটি ঢালু রাস্তা দিয়ে ওয়াকার শুদ্ধ এক শিশু দ্রুতবেগে রাস্তার ধারে একটি উঁচু অংশে ধাক্কা খেয়ে গড়িয়ে যাচ্ছে।
সেই সময় চওড়া রাস্তা দিয়ে এক বাইক আরোহী যাচ্ছিলেন যিনি নিজের জীবনের তোয়াক্কা না করে সামনে দিয়ে রাস্তায় গড়িয়ে যাওয়া শিশুটিকে বিপদের হাত থেকে রক্ষা করেন, তিনি শিশুটিকে দেখা মাত্রই সাথে সাথে বাইক ফেলে পিঠের ব্যাগ খুলে দৌড়ে ওয়াকার সমেত শিশুটিকে উদ্ধার করে কোলে নিয়ে নেন ।
তারপরেই পিছনে ছুটে আসা এক মহিলা, যিনি খুব সম্ভব ওই শিশুর মা তিনি এসে কোলে নেয় শিশুটিকে।
কোনও কারণ বশত হয়তো ওই মহিলার হাত ফস্কে ওয়াকার সমেত দ্রুত গতিতে শিশুটি ঢালু রাস্তায় চলে যেতে থাকে। ওয়াকারটি এত দ্রুত গতিতে নেমে যাচ্ছিল যে সে ধরতে পারছিলো না।
ওই যুবক যদি সময় মত বাইক ফেলে দ্রুতগতিতে শিশুটিকে না ধরতো তাহলে শিশুটি বড় বিপদের মুখে পড়তে পারতো।
— Un premio para éste héroe! 👏🏻👏🏻 pic.twitter.com/tz2qTBLxZi
— ☛ 𝙈𝙤𝙢𝙚𝙣𝙩𝙤𝙨 𝙑𝙞𝙧𝙖𝙡𝙚𝙨 ☛ (@momentoviral) September 17, 2020