Home রাজ্য প্রকাশ্যে থুতু ফেলায় কড়া দৃষ্টির কারণে শারীরিক হেনস্থার শিকার হল যুবতী....

প্রকাশ্যে থুতু ফেলায় কড়া দৃষ্টির কারণে শারীরিক হেনস্থার শিকার হল যুবতী….

প্রকাশ্যে থুতু ফেলায় কড়া দৃষ্টির কারণে শারীরিক হেনস্থার শিকার হল যুবতী

ক্রমশ বেড়ে চলেছে করোনার দাপট, আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। নানারকম নির্দেশিকা জারি করা হচ্ছে করোনা সতর্কতায়।মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক।
সেখানে এখনো কিছু মানুষ নির্দেশিকা অমান্য করে রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলছে, অন্যায় করছে অপর দিকে কেউ কিছু বলতে গেলে তাকে প্রকাশ্যেই মারধর করছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে গুজরাতের অাহমেদাবাদে যেখানে এক ব্যাক্তি থুতু ফেলে এবং এক মহিলার নজরে আসে, সেই মহিলা ওই ব্যক্তির দিকে কড়া দৃষ্টিতে তাকানোয় তাকে
শারীরিক হেনস্থার শিকার হতে হয়।

আহমেদাবাদের নিকোল থানায় অভিযোগ করেছেন ২৪ বছর বয়সী ওই যুবতি। দুজনেই নিকোল এলাকার। শনিবার রবি রাজপুত, সেই এলাকার এক ব্যক্তি থুতু ওই মহিলার সামনে , প্রতিবাদ নয় কিন্তু রাগে কড়া দৃষ্টিতে তাকিয়ে ছিল ওই মহিলা ।
কেন সে এমন ভাবে তাকাবে, ওই ব্যাক্তির কাছে রাস্তায় থুতু ফেলা টা কোনো অপরাধ বলে মনে হয়নি যার ফলে ওই অসভ্য ব্যক্তি মহিলার টি শার্ট ছিঁড়ে দিয়ে মারধর করে।
ঘটনাস্থলে দিদিকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন ওই যুবতীর বোন, এবং মা-ও।
তিনজনকে মারধরের পর যখন এলাকায় লোকের ভিড় হয়ে যায় সেই সুযোগে চম্পট দেয় অভিযুক্ত। ওই ব্যাক্তি স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে যুবতী।

নিকোল থানায় অভিযুক্ত রাজপুতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে যৌন হেনস্থার অভিযোগের অন্তর্ভুক্ত ২৯৪(বি) ধারা ও ৩২৩ ধারায় দায়ের করা হয়েছে মামলা । অভিযুক্ত ব্যাক্তির খোঁজ চলছে।

- Advertisment -

জনপ্রিয়

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক। মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী…

আজ শনিবারই অলিম্পিক গেমসের প্রথম দিন। আর প্রথমদিনেই পদক জয় ভারতের। রুপো পেলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। শনিবার সকালে প্রথম...

শনিবার সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় রাখুন এই জিনিসটি, বাড়বে আয় বৃদ্ধি…

হিন্দু ধর্ম মতে শনিবার সন্ধ্যায় তুলসী তলায় রাখুন এই কটি জিনিস আপনার সংসারে বাড়বে আয়বৃদ্ধি, হবে টাকা রোজগার। হিন্দু শাস্ত্র মতে, শনিবার সন্ধ্যাবেলা আপনার বাড়ির...

শুরু হয়ে গেলো দেব রুক্মিনীর ভালোবাসার নতুন সফর! “কিশমিশ”-এর শুভ মহরত…

বড়ো পর্দায় চ্যাম্প, কিডন্যাপ, ককপিট, কবীর, পাসওয়ার্ড এর মতো ছবিতে একসঙ্গে দেখা মিলেছে দেব রুক্মিণী জুটির. এবার ষষ্ঠ বার সিলভার স্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন...