Home রাজ্য নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন হল মা

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন হল মা

নেশার টাকা না পাওয়ায় ছেলের হাতে খুন হল মা।
ধারালো অস্ত্র দিয়ে মা কে খুন করে আঘাত করেন ভাইয়ের বউকেও। বৃহস্পতিবার চাকদহ থানার বালিয়াডাঙা যুবগোষ্ঠী সাহা পাড়ায় ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা পাড়ায়।
নেশায় আসক্ত বছর ৩৮ এর যুবক সুকুমার বিশ্বাস বহুদিন ধরেই নেশায় আসক্ত।
এটাই প্রথম নয়, ২০১২ সালে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে নিজের বোন কে।
ওই যুবকের বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা-মা ছাড়াও দুই দাদা-বৌদি ও এক বোন আছে, ঘটনাস্থলে মারা যান তার মা, নির্মলা বিশ্বাস (৬০)

কোনো কাজ করত না সে, শুধু নেশা করত এবং পরিবারের লোকের সাথে অশান্তি করতো নেশার টাকা চেয়ে।প্রতিবেশীরা বাধা দিতে এসে তারাও আক্রান্ত হয়েছে অনেকবার, এমনটাই জানা যায় স্থানীয় বাসিন্দাদের থেকে।
বৃহস্পতিবার বিকেলে সুকুমার টাকা চায় নেশা করার জন্য, সেই নিয়ে পরিবারের সকলের সাথে ঝামেলা হয় তার, এরমধ্যেই ধারালো দা নিয়ে মা কে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত ওই যুবক, বাধা দিতে গিয়ে জখম হন তাঁর বৌদি। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দুজনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে নির্মলা বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেবিকা বিশ্বাস অর্থাৎ তার বউদির অবস্থা আশঙ্কাজনক, তিনি কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটির পর সুকুমার পালিয়ে গেলেও পরে তার খোঁজ মেলে এলাকারই একটি মদের দোকানে। সেখানে শুরু হয় গণধোলাই। উত্তেজিত জনতা সুকুমারকে পুকুরে ফেলে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ে যায় তাকে।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...