Home রাজ্য Breaking News: বন্ধুদের সঙ্গে কথা বলতে বারন করায় মাকে গুলি, ধৃত যুবক.....

Breaking News: বন্ধুদের সঙ্গে কথা বলতে বারন করায় মাকে গুলি, ধৃত যুবক…..

বন্ধুদের সঙ্গে কথা বলতে বারন করায় মাকে গুলি, ধৃত যুবক

বন্ধুদের সঘ্গে কথা বলার সময় বিরক্ত করায় মাকেই গুলি করল বয়স কুড়ির ছেলে। পুলিশ জানিয়েছে, রাতের খাবার জন‍্য ডাকাই কাল হল মায়ের। মঙ্গলবার এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বিহারের মারাঞ্চি থানার অন্তগত সীতারামপুর গ্রাম। অভিযুক্ত অঙ্গদ যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে গুলি ভর্তি পিস্তল উদ্ধার হয়েছে।

মারাঞ্চি থানার এসএইচও অনিল কুমার জানান, অত‍্যন্ত সংঈটজনক অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। নাম মঞ্জুদেবী, বয়স পঞ্চান্ন। ওই ঘটনার পর তাকে তৎক্ষণাৎ বেগুইসারি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্থানান্তরিত করা হয়।

সুত্রে খবর, এদিন রাতের বেলায় বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন বয়স কুড়ি অঙ্গদ। তখন বাজে প্রায় রাত সাড়ে দশটা। তাকে বারবার রাতের খাবার খেতে ডাকা সত্বেও তিনি পাত্তা দেননি। বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল ছিলেন। আর সেই সময় মঞ্জুদেবী তাকে ঘরে নিয়ে আসার জন‍্য জোর করলে মায়ের পিছনের লক্ষ‍্য করে খুলি ছোড়েন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মঞ্জুদেবী। বন্ধুদের সঙ্গে কথা বলতে না দেওয়ার রাগেই গুলি করেন তিনি। গোটা ঘটনার সাক্ষী ছিলেন মঞ্জুদেবীর ননদ ইন্দুদেবী। তিনি থানায় গিয়ে অঙ্গদের নামে এফআইআর করেন। তার বয়ানের ভিত্তিতে অঙ্গদকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর পালিয়ে পাশের একটি জঙ্গলে গা ঢাকা দেয় সে। এরপর পুলিশ খুজতে খুজতে জঙ্গলে এলে পুলিশকে ভয় দেখানোর জন‍্য পিস্তল দিয়ে গুলি শুন‍্যে ছোড়ে সে। পুলিশ গ্রেপ্তার করতে যাওয়ার সময়েও গুলি চালানোর চেষ্টা করে।

অঙ্গদের বাবা রামবাবু যাদব ও তার দুই ভাই পাঞ্জাবে দিনমছুরের কাজ করে। অঙ্গদ পুলিশকে জানায়, মাস ছয়েক আগে সাড়ে সাত হাজার টাকা দিয়ে মুঙ্গের থেকে পিস্তলটি কিনেচিল সে।

- Advertisment -

জনপ্রিয়

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

নতুন প্রজন্মের পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য আয়োজন করা হলো ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব

বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য আয়োজন করা হলো ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসব। দ্বিতীয়...

মায়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও ‘ভুল না পায়ে’…

রাত পোহালেই বড়দিন। আর এই বড়দিনেই চন্দ্রানী দাসের প্রযোজনায় এবং মায়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও 'ভুল না পায়ে'। এই...