একের পর এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হুগলি জেলার শ্রীরামপুর। আজ অর্থাৎ রাখি বন্ধনের দিন ঘটে গেল আরেক বেদনা দায়ক ঘটনা। শ্রীরামপুরে বি পি দে স্ট্রীটে ভর দুপুরবেলা মৃত্যু হলো এক রিকশা চালকের। রিকশা চালক রিষড়া আর. কে. রোডের বাসিন্দা। নাম- মহম্মদ পোলাও। বয়স 35-40 এর মধ্যে। তার রিকশাতে লোক ছিল। রিকশা চালাতে চালাতেই হঠাৎই রিকশার মধ্যে ঢলে পরে ওই যুবক। যুবককে পড়ে যেতে দেখে তার রিকশাতে থাকা লোক নেবে দেখে তার আর কোনো জ্ঞান নেই। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থলে এসে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়াওস হাসপাতালে পাঠান, এবং সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। হসপিটালের ডাক্তাররা অনুমান করে জানিয়েছেন স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই আসল কারণ স্পষ্ট করে বলা যাবে।