কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে হুগলির চন্ডীতলায় রবিবার আয়োজন করা হয়েছিল এক বিশাল প্রতিবাদ সভার। এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের বিরোধিতা করে বিভিন্ন কাজের কথা তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারের প্রাপ্য টাকা আটকানোর ফলে রাজ্য সরকার যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা বুঝেও কেন্দ্রীয় সরকারের বিরূপ আচরণের প্রতি এদিন প্রতিবাদ সভায় বিধায়ক স্বাতী খন্দকার ক্ষোভ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সবুজ সাথী প্রকল্প এবং একাধিক প্রকল্প, উন্নয়ন মূলক কাজের দ্বারা সাধারণ মানুষের পাশে সবসময় দাড়িয়েছেন সেই উল্লেখ করে স্বাতী খন্দকার জানান পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, কেন মোদী সরকার রাজ্যের প্রাপ্য টাকা না দিয়ে বঞ্চনা করছেন রাজ্যের মানুষদের তার জবাব চাইতে হবে।
আজকের এই প্রতিবাদ সভায় উদ্বোধন করা হয় উচ্চ বাতিস্তম্ভের। এদিন বেশ কয়েকজন বিরোধী দলের কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বিধায়কের থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞে সামিল হওয়ার অঙ্গীকারবদ্ধ হন। নতুন এই যাত্রা পথে পুরো আনুগত্যের সাথে নিষ্ঠার সাথে তারা তৃণমূলের সদস্য হিসেবে নিজদের যুক্ত করে৷
স্বাতী খন্দকারের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল হুগলীর চন্ডীতলায়…
- Advertisment -