যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছেন। পৃথিবীর আলো দেখিয়েছেন। সেই সদ্যজাত সন্তানকে নিজের হাতে হত্যা করলেন মা। কারণ তার সন্তান জন্ম থেকেই কানে শুনতে পাবে না।
এই বেদনা থেকে মুক্তি পেতেই নিজে হাতে নিজেই নিজ সন্তানকে খুন করলেন মা। সেরকমই বললেন পরিবারে সদস্যরা।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের আসানসলের হিরাপুর থানার অন্তর্গত রাধানগর রোডে। মৃত মহিলার নাম বৈশাখী মাঝি। পরিবারের সদস্যরা জানান মহিলার দেহ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। এবং ১ বছরের সন্তানেরও মৃত দেহ উদ্ধার করা হয়।
বৈশাখী মাঝির সাথে ২ বছর আগে কাটোয়ার বেসরকারি ব্যাংক কর্মচারী অনুপম মাঝির বিয়ে হয়। দম্পতির এক কন্যা সন্তান হয় তার বয়স ১ বছর। কিন্তু ১ বছর পর বৈশাখী দেবী জানতে পারেন তার কন্যা শুনতে অক্ষম। তারপরই এই ঘটনা ঘটে। এই দিন দুর্গাপুর পর্ষদের চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হন এবং এই জোড়া খুনের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
১ বছরের শিশু কে বিষ খাইয়ে মেরে আত্মঘাতী মা, কারণ সে কোনো দিন কানে শুনতে পাবে না…
- Advertisment -