বাজার করতে এসে আকস্মিক ভাবে মারা গেলেন এক ব্যাক্তি।
এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার শেওড়াফুলি তে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
আশেপাশের লোকজনের থেকে জানা যায়, শনিবার সকালে শেওরাফুলি বাজারে বাজার করতে আসেন ওই ব্যাক্তি। অস্বাভাবিক কোনো লক্ষণ তার মধ্যে ছিলনা। কিন্তু হঠাৎই তিনি পড়ে জান। সামনে থাকা লোকজন এসে জল দেন কিন্তু সেই মুহূর্তেই সেখানে সেই ব্যাক্তির মৃত্যু হয়।
ওই ব্যাক্তির নাম ও পরিচয় এখনো জানা যায় নি। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশ খোঁজ চালাচ্ছেন ওই ব্যাক্তির ব্যাপারে।