Home জেলার খবর শেওড়াফুলি বাজারে বাজার করতে এসে হঠাৎ মৃত্যু।

শেওড়াফুলি বাজারে বাজার করতে এসে হঠাৎ মৃত্যু।

বাজার করতে এসে আকস্মিক ভাবে মারা গেলেন এক ব্যাক্তি।
এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার শেওড়াফুলি তে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
আশেপাশের লোকজনের থেকে জানা যায়, শনিবার সকালে শেওরাফুলি বাজারে বাজার করতে আসেন ওই ব্যাক্তি। অস্বাভাবিক কোনো লক্ষণ তার মধ্যে ছিলনা। কিন্তু হঠাৎই তিনি পড়ে জান। সামনে থাকা লোকজন এসে জল দেন কিন্তু সেই মুহূর্তেই সেখানে সেই ব্যাক্তির মৃত্যু হয়।

ওই ব্যাক্তির নাম ও পরিচয় এখনো জানা যায় নি। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশ খোঁজ চালাচ্ছেন ওই ব্যাক্তির ব্যাপারে।

- Advertisment -

জনপ্রিয়

সহজে ডাটা ট্রান্সফার করুন ৫ জিবি পর্যন্ত

ডাটা ট্রান্সফার আজকের দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছ। ফাইল ট্রান্সফার এর ওয়েবসাইট অনলাইন এ অনেক আছে, কিন্তু আপনি ব্যবহার করবেন কোনটি , কোনটি...

কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সরস্বতী নাট্যশালা

২০২২ এর শুরুতেই নেতাজীনগর সরস্বতী নাট্যশালা জোর কদমে তাদের কাজ শুরু করে দিয়েছে । গত এপ্রিল, মে, জুন পরপর তাদের চলতি নাটক মঞ্চস্থ করার...

দেশে নিষিদ্ধ হচ্ছে ফুচকা | ফুচকা প্রেমীদের মাথায় হাত

নেপালে আপাতত নিষিদ্ধ হচ্ছে ফুচকা। আজ সকালে এই ঘোষনা করা হয়েছে নেপাল সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে না বলা...

‘আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ’, KK-র মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার রোষানলে গায়ক রূপঙ্কর বাগচি

৩০ ও ৩১ তারিখ দুটি শো এর জন্য কলকাতায় এসেছিলেন KK। কিন্তু KK এর আসার অনেক আগে থেকেই KK -র লাইভ পারফরমেন্স জন্য উদ্দীপনা...