Home শর্ট ফিল্ম বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াইয়ের গল্প বলবে এ.কে.Ray...

বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াইয়ের গল্প বলবে এ.কে.Ray…

প্রকাশিত হলো অরূপ সেনগুপ্ত এর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি এ.কে.Ray ছবির দ্বিতীয় অফিসিয়াল পোস্টার। ছবিটি স্বল্প দৈর্ঘ্যের হলেও সমাজের কাছে এক অভিনব বার্তা পৌঁছাবে অরুপ সেনগুপ্তের ছবি এ.কে.Rayছবির পোস্টার রিলিজ করার সাথে সাথেই দর্শকের মন জয় করেছে। ছবির পোস্টার এর মধ্যে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। খুব শীঘ্রই মুক্তি পাবে এ.কে.Ray ছবির ট্রেলার। ছবির পোস্টার দর্শকদের মনে এতটাই কৌতূহল সৃষ্টি করেছে যে, ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা।

এই ছবিতে অভিনয় করেছেন অর্ক রায় চৌধুরী। অর্ক রায় চৌধুরী কে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান “এই ছবিটি তৈরি করতে আমাদের অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। শর্ট ফিল্ম হলেও এটি তৈরী করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমারা। যাই হোক ছবিটি নিয়ে অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। ছবির পরিচালক অরূপ আমার ছোটবেলার বন্ধু। আমরা দুই বন্ধু মিলে ঠিক করেছিলাম এরকম একটা টপিকের ওপর ফিল্ম বানাবো। যার ফলস্বরূপ এ.কে.Ray”।আর ছবির চরিত্র নিয়ে বলতে গেলে ” এই চরিত্রটির দুটি দিক আছে। চেতন আর অবচেতনের দ্বন্দ্ব। মানে আমি বাস্তবে কি করছি আর আমার সাবকন্সাস আমাকে কি করাচ্ছে। এই কন্সাস আর সাব কন্সাসের লড়াইটাই আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ছবিটি দর্শকদের মন জয় করবে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...