Home শর্ট ফিল্ম বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াইয়ের গল্প বলবে এ.কে.Ray...

বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াইয়ের গল্প বলবে এ.কে.Ray…

প্রকাশিত হলো অরূপ সেনগুপ্ত এর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি এ.কে.Ray ছবির দ্বিতীয় অফিসিয়াল পোস্টার। ছবিটি স্বল্প দৈর্ঘ্যের হলেও সমাজের কাছে এক অভিনব বার্তা পৌঁছাবে অরুপ সেনগুপ্তের ছবি এ.কে.Rayছবির পোস্টার রিলিজ করার সাথে সাথেই দর্শকের মন জয় করেছে। ছবির পোস্টার এর মধ্যে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। খুব শীঘ্রই মুক্তি পাবে এ.কে.Ray ছবির ট্রেলার। ছবির পোস্টার দর্শকদের মনে এতটাই কৌতূহল সৃষ্টি করেছে যে, ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা।

এই ছবিতে অভিনয় করেছেন অর্ক রায় চৌধুরী। অর্ক রায় চৌধুরী কে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান “এই ছবিটি তৈরি করতে আমাদের অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। শর্ট ফিল্ম হলেও এটি তৈরী করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমারা। যাই হোক ছবিটি নিয়ে অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। ছবির পরিচালক অরূপ আমার ছোটবেলার বন্ধু। আমরা দুই বন্ধু মিলে ঠিক করেছিলাম এরকম একটা টপিকের ওপর ফিল্ম বানাবো। যার ফলস্বরূপ এ.কে.Ray”।আর ছবির চরিত্র নিয়ে বলতে গেলে ” এই চরিত্রটির দুটি দিক আছে। চেতন আর অবচেতনের দ্বন্দ্ব। মানে আমি বাস্তবে কি করছি আর আমার সাবকন্সাস আমাকে কি করাচ্ছে। এই কন্সাস আর সাব কন্সাসের লড়াইটাই আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ছবিটি দর্শকদের মন জয় করবে।

- Advertisment -

জনপ্রিয়

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...

সানি রায়ের পরিচালনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা…

সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় 'বিষাক্ত মানুষ'-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা। সোনম মুভিজের প্রযোজনায় এবং সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় আসছে এক...

বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌম্যজিৎ আদকের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’…

বাংলা ইন্ডাস্ট্রিতে সৌম্যজিৎ আদক এখন বেশ পরিচিত নাম। যার পরিচালনা করা একাধিক শর্ট ফিল্ম দর্শকের মন জয় করেছেন। এবার তিনি ডেবিউ করতে চলেছেন বড়ো...

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...