Home উৎসব শেষ মুহূর্তে কি তবে বন্ধ হয়ে যাবে দুর্গাপূজা? মামলা হাইকোর্টে...

শেষ মুহূর্তে কি তবে বন্ধ হয়ে যাবে দুর্গাপূজা? মামলা হাইকোর্টে…

এবছর করোনা আবহে অনেকেই দুর্গাপুজো করার বিপক্ষে। কারণ যে হারে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তাতে পুজোর পর এই সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে যাতে বারোয়ারি দুর্গাপুজো বন্ধ থাকে। অজয় কুমার দে যিনি এই মামলাটি দায়ের করেছেন তার মতে যেখানে কেরলের ওনাম উৎসব পালনের পর কি অবস্থা হয়েছে তা আমরা সকলেই দেখেছি, হু হু করে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সেখানে দুর্গাপুজো হলে করোনা সংক্রমণ এখানেও অনেক বেশি হয়ে যাবে। মহারাষ্ট্রে ঠিক এই কারণেই গণেশ পুজো এবং মহরম উৎসব পালন বন্ধ রাখা হয় এবছর।এখানেও যাতে দুর্গাপুজো বন্ধ হয় সেই দাবিতেই মামলা করেছেন তিনি। হাইকোর্টে কাল মামলাটি উঠবে । অজয় কুমার দের আইনজীবীর নাম সব্যসাচী চ্যাটার্জী।

সামনেই পুজো আর তার আগে পুজো শপিং কে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় মারাত্মক ভিড় দেখা গেছে। এমনকি অনেক কেই দেখা গেছে মাস্ক ছাড়া, যেখানে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে এখনও অনেক মানুষ সচেতন নন, এই অবস্থায় পুজো হলে বিপদের আশঙ্কা অনেক বাড়তে পারে।যদিও বাংলায় সুস্থতার হার বাড়ছে কিন্তু সংক্রমণের হারও লাগাতার বাড়ছে। পুজো হলে দ্রুত গতিতে বাড়তে পারে করোনা সংক্রমণ আশঙ্কা প্রকাশ করে উদ্বিগ্ন চিকিত্‍সক মহলও। তাই অনেকেই মনে করছেন আগে সুস্থ থাকা প্রয়োজন, তারপর পুজো। পুজোর আনন্দে সবকিছু ভুলে গেলে পরে করোনা অতিমারি আরও ভয়ানক আকার নিতে পারে।

- Advertisment -

জনপ্রিয়

‘চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’ জিতে নিলো অরূপ সেনগুপ্তের পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ”…

'চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’-এ জোড়া পুরস্কার পেল পরিচালক অরূপ সেনগুপ্তের ছবি ‘চার এক্কে প্যাঁচ’। গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

মুক্তি পেতে চলেছে ইনফোকেয়ার আই.এন্টারটেইনমেন্ট নির্মিত শুভ্র রায় পরিচালিত ছবি “ঘুন”…

খুব শীঘ্রই Klikk OTT তে streaming হতে চলেছে শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুন'। শহর কলকাতার ৬জন নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে ঘিরে তৈরী হয়েছে...

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...