ভিখারীর ৯০০০০ টাকা অনুদান করোনার তহবিলে! প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী
মাদুরাইয়ের রাস্তায় জীবন অতিবাহিত করা এক ভিখারী করোনার ত্রানতহবিলে ৯০০০০ টাকা অনুদান দিয়েছেন। তার এই মহৎ কাজের জন্য জেলা শাসক তাকে পুরস্কৃত করেছেন। বিগত তিন মাসে তিনি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এসে বারে বারে অনুদান জমা করতেন। প্রথমবার ১০০০০ অনুদান দিয়েছিলেন ও একইভাবে পরবর্তীতে আরও আটবার ১০০০০ করে তিনি অনুদান জমা করেন অর্থাৎ মোট জমা অঙ্কের টাকা ৯০০০০ হয়েছে।
জেলা শাসকের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে পুরষ্কার পাওয়া মানুষদের তালিকায় পুলপান্ডিয়ানের নামও ছিল। কিন্তু তাকে অনুষ্ঠানে পাওয়া যায়নি কারন তিনি একজায়গায় থাকেন না। তবে তিনি যখন নবম বার অনুদান দিতে এসেছিলেন তাকে সরাসরি জেলা শাসকের অফিসে পাঠানো হয়।
তিনি তুতিকরনের বাসিন্দা। তার দুই ছেলে তাকে বাড়ি থেকে বের করেদেওয়ায় ভিক্ষাবৃত্তি করেন। এর আগেও স্কুলে চেয়ার টেবিল কেনার জন্য বেশ কিছু অর্থসাহায্য করেন।
লকডাউনের সময় তিনি মাদুরাইয়ে আটকে পড়েন। এরপরমাদুরাই নিগম নগরের একটি অস্থায়ী আশ্রয়স্থলে রাখা হয় যেখানে তার খাওয়া থাকার সুবন্দোবস্তও করা হয়। কিন্তু সেই জায়গাটাও ছেড়ে দিয়ে ভিক্ষাবৃত্তি থেকে অর্জিত অর্থ তিনি অনুদান করতে থাকেন।