Home রাজ্য কালো হওয়ায় বধূকে শারীরিক ও মানসিক নির্যাতনে মিলবে শাস্তি, মামলা হবে 498A...

কালো হওয়ায় বধূকে শারীরিক ও মানসিক নির্যাতনে মিলবে শাস্তি, মামলা হবে 498A ধারায়

বউয়ের গায়ের রং কালো হবার জন্য তাকে শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয়। এমনকি সহ্য করতে হয় মানসিক ও শারীরিক অত্যাচারও। তবে সময়ের সাথে সাথে পাল্টেছে কিছু নিয়ম কানুনও। আইন অনুযায়ী বউকে নির্যাতিত করা হলে এবার শাস্তি পেতে হবে নির্যাতন করিকে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে ৪৯৮A ভারতীয় দণ্ডবিধি মেনে যদি বধূ নির্যাতন ঘটনা ঘটে তাহলে সে তার যোগ্য শাস্তি পাবে। 1998 সালে কোচবিহারে একজন গৃহবধূকে নির্যাতন করে হত্যা করলে তাকে শাস্তি দেবে আদালত। এই নিয়মের পক্ষে আইনজীবী অরুণ কুমার মাইতি বলেন, বউ কালো হবার জন্য তাকে গোয়াল ঘরে থাকতে হয়েছে। এই মামলায় অভিযুক্ত স্বামী বিয়ের সময় 11 হাজার টাকা সহ তিনটি রুপোর গয়না, সাইকেল মেয়ের বাড়ি থেকে নেয়। এর পর থেকেই শুরু হয় অত্যাচার, তাকে মারধর করা হয় এবং বলা হয় স্বামীর আবার বিয়ে দেওয়া হবে। এই অত্যাচার করতে না পেরে বিয়ের কিছুদিনের মধ্যেই সেই বধূ আত্মহত্যা করেন। কিন্তু ময়নাতদন্ত করে রিপোর্ট আসে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার জন্য তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই ঘটনার পর হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেন বউয়ের গায়ের রঙ কালো হবার জন্য যদি তাকে নির্যাতন করা হয় তাহলে 498A ধারা অনুযায়ী অভিযুক্ত বলে ধরা হবে ও যোগ্য শাস্তি দেওয়া হবে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মহিলা কমিশন লীনা গাঙ্গুলি বলেছেন অনেক মহিলা আছেন যারা এইসব সহ্য করে মুখ বন্ধ করে রাখে হয়তো তারা এই বার সাহস পাবে।

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...

কলকাতা শহরের গল্প নিয়ে আসছে পাভেল এর নতুন ছবি “কলকাতা চলন্তিকা”…

কলকাতা শহরের গল্প নিয়ে আসতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি "কলকাতা চলন্তিকা"। এর আগে পাভেল পরিচালিত 'বাবার নাম গান্ধীজী', 'রসগোল্লা', 'অসুর'-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন...

লাল চোখে কুটিল হাসি “রাবণ” অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা জিৎ…

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ-এর দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ‘বাজি’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয়...

মুক্তি পেলো Asheq Manzur প্রযোজিত এবং Arup Sengupta পরিচালিত মিউজিক ভিডিও “অনুভবে” টিজার…

3p প্রোডাকশনের পক্ষ থেকে এবং Arup Sengupta-র পরিচালনায় ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে "অনুভবে" মিউজিক ভিডিওটি. সম্প্রতি মুক্তি পেলো "অনুভবে" মিউজিক ভিডিওটির টিজার. বাংলাদেশ...