Home রাজ্য কালো হওয়ায় বধূকে শারীরিক ও মানসিক নির্যাতনে মিলবে শাস্তি, মামলা হবে 498A...

কালো হওয়ায় বধূকে শারীরিক ও মানসিক নির্যাতনে মিলবে শাস্তি, মামলা হবে 498A ধারায়

বউয়ের গায়ের রং কালো হবার জন্য তাকে শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয়। এমনকি সহ্য করতে হয় মানসিক ও শারীরিক অত্যাচারও। তবে সময়ের সাথে সাথে পাল্টেছে কিছু নিয়ম কানুনও। আইন অনুযায়ী বউকে নির্যাতিত করা হলে এবার শাস্তি পেতে হবে নির্যাতন করিকে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে ৪৯৮A ভারতীয় দণ্ডবিধি মেনে যদি বধূ নির্যাতন ঘটনা ঘটে তাহলে সে তার যোগ্য শাস্তি পাবে। 1998 সালে কোচবিহারে একজন গৃহবধূকে নির্যাতন করে হত্যা করলে তাকে শাস্তি দেবে আদালত। এই নিয়মের পক্ষে আইনজীবী অরুণ কুমার মাইতি বলেন, বউ কালো হবার জন্য তাকে গোয়াল ঘরে থাকতে হয়েছে। এই মামলায় অভিযুক্ত স্বামী বিয়ের সময় 11 হাজার টাকা সহ তিনটি রুপোর গয়না, সাইকেল মেয়ের বাড়ি থেকে নেয়। এর পর থেকেই শুরু হয় অত্যাচার, তাকে মারধর করা হয় এবং বলা হয় স্বামীর আবার বিয়ে দেওয়া হবে। এই অত্যাচার করতে না পেরে বিয়ের কিছুদিনের মধ্যেই সেই বধূ আত্মহত্যা করেন। কিন্তু ময়নাতদন্ত করে রিপোর্ট আসে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার জন্য তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই ঘটনার পর হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেন বউয়ের গায়ের রঙ কালো হবার জন্য যদি তাকে নির্যাতন করা হয় তাহলে 498A ধারা অনুযায়ী অভিযুক্ত বলে ধরা হবে ও যোগ্য শাস্তি দেওয়া হবে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মহিলা কমিশন লীনা গাঙ্গুলি বলেছেন অনেক মহিলা আছেন যারা এইসব সহ্য করে মুখ বন্ধ করে রাখে হয়তো তারা এই বার সাহস পাবে।

- Advertisment -

জনপ্রিয়

রাতের রজনীগন্ধা || এ বি ও অরিজিনালস || কলমে- জয়িতা চক্রবর্তী

মেয়েটাকে এত রাতে বাগানে এভাবে একলা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো নীল। হাসপাতালে আজ নীলের প্রথম দিন। রাত এখন প্রায় একটা। ফার্ষ্ট ফ্লোরে...

দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো হলো মেনি ২

আজ থেকে প্রায় সাত মাস আগে মুক্তি পেয়েছিলো হুলো মেনি এর প্রথম পর্ব। সেটা দেখার পর থেকেই দর্শক উৎসুক হয়ে বসেছিলো অপেক্ষায়. যে কবে...

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...