Home রাজ্য বিশালকার তিমি দেখা দিল মন্দার মনিতে

বিশালকার তিমি দেখা দিল মন্দার মনিতে

বিশালাকার তিমির দেখা মিলল মন্দারমনি তে

মন্দারমনিতে সোমবার সকালে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সমুদ্র সৈকতে সেই বিশালাকার তিমি মাছের মৃতদেহ দেখতে ভিড় জমায়
সোমবার ভোরে বিশালাকৃতির এই তিমিটিকে দেখতে পান মৎস্যজীবীরা।
মৃত তিমিটি লম্বায় প্রায় ৩৫ ফুট।

একদিকে করোনা আবহে ভিড় করা একদমই মানা। সেই ভিড় উপেক্ষা করে লোক জমতে শুরু করে। যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই কারণে পুলিশ মতায়ন করা হয়েছে সমুদ্র সৈকতে।

তিমিটি অনেক দূর থেকে ভেসে আসা এই তিমিটির দৈর্ঘ্য ৩৫ ফুট এবং চওড়া ১০ ফুট। এই তিমিটির প্রজাতির তা এখনো অজানা।

তিমি মাছের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তবে অনুমান করা হচ্ছে কোনো জাহাজ বা জলযানের ধাক্কায় মৃত্যু হয় ওই তিমি মাছের।

তবে তিমিটির শরীরে পচন ধরেনি তাই ধরে নেওয়া হচ্ছে খুব বেশিদিন হয়নি তিমিটির মৃত্যুর। কারণ তিমিটি যদি অনেক দিন আগে মারা যেত তাহলে শরীরে পচন ধরতে শুরু করতো।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...