বিউটিপার্লারে কাজের নামে নাবালিকাকে গণধর্ষণ এবং দেহব্যবসায় নামানোর অভিযোগ
১৫ বছরের নাবালিকাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার নামে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল, শুধু তাই নয় ওই নাবালিকাকে গণধর্ষণও করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বারাণসীতে, উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনার এলাকায় বাসিন্দা ওই নাবালিকা বারাণসীর রামনগর এলাকার একটি বিউটি পার্লারে কাজ করত।
তার গ্রামেরই এক জুন মাসে তাকে বারাণসী নিয়ে যায় কাজ দেবে বলে। বিউটিপার্লারে ১৫ কাজ করার পর ওই বিউটি পার্লারের মালিক তাকে ধর্ষণ করে, বাধ্য করে দেহ ব্যবসা করতে। তাকে বারাণসীর গোলাঘাট এলাকার একটি বাড়িতে আটকে ১২জন লোক মিলে তাকে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।
১৬ অগস্ট সেই বাড়ি থেকে পালিয়ে রামনগর থানায় গোটা ঘটনা জানায় ওই নাবালিকা । সমস্ত ঘটনা জেনে রামনগর থানার অফিসার চুনার থানার সঙ্গে যোগাযোগ করেন। চুনার থানা থেকে জানা যায় ২১ জুলাই একজন অভিযোগ দায়ের করেছিলেন তাঁর ভাইঝির নিখোঁজ হওয়া নিয়ে। তারপর চুনার থানার পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দেয় রামনগর থানার পুলিশ।
রামনগর থানার অফিসার জানিয়েছেন ওই ১২ জন ব্যাক্তি ছাড়াও তিন মহিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে, অভিযুক্তরা পলাতক তাদের খোঁজ করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন রামনগর থানার অফিসার।